বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হবিগঞ্জের মাধবপুরে থাপ্পড় মারার প্রতিশোধ নিতে প্রকাশ্যে কানাই ঋষি (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের নোয়াগাঁও ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর উভয়পক্ষ সংঘর্ষে জড়ানোর চেষ্টা করলে স্থানীয় জনতা ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘাতক রাম প্রসাদ ও ভানু ঋষিকে আটক করেছে পুলিশ। নিহত কানাই ঋষি পৌর শহরের গঙ্গানগর গ্রামের ফটিক ঋষির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে রাম প্রসাদ হেয়ালিপনা করে কানাই ঋষিকে পাগল বলেন। এতে ক্ষুব্ধ হয়ে রাম প্রসাদকে থাপ্পড় মারেন কানাই। পরে বিষয়টি পারিবারিকভাবে নিষ্পত্তি করা হয়। কিন্তু রাম প্রসাদের ক্ষোভ রয়ে যায়। এর জের ধরে বৃহস্পতিবার রাতে রাম প্রসাদ কয়েকজন সহযোগী নিয়ে কানাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, ঘটনার পর পরই পুলিশ রাম প্রসাদ ও ভানু নামে দুইজনকে আটক করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।