মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গবাদ জেলায় মালবাহী ট্রেনে কাটা পড়ে রেললাইনে ঘুমিয়ে থাকা ১৬ অভিবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এ খবর।
২১ জনের ওই শ্রমিক দলটি মধ্যপ্রদেশে ফিরছিলেন বলে এক কর্মকর্তার উদ্বৃতি দিয়ে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।
স্থানীয় সময় শুক্রবার (০৮ মে) ভোর ৫টা ১৫ মিনিটের দিকে আওরঙ্গবাদ জেলার গাধেজালগাঁও গ্রামের কাছে ঘটে এ দুর্ঘটনা। দলের অন্য পাঁচজন রেললাইনের ওপরে না থাকায় বেঁচে গেছেন জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তবে সামান্য আহত হয়েছেন তারা।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, পাশের জেলা জালনার একটি স্টিল কারখানায় কাজ করতেন ওই শ্রমিকরা। মধ্যপ্রদেশের ট্রেন ধরতে ৬৫ কিলোমিটার পথ হেঁটে আওরঙ্গবাদ রেলস্টেশনে যাওয়ার কথা ছিল তাদের। ক্লান্ত হয়ে একসময় তারা রেললাইনে বিশ্রামের সিদ্ধান্ত নেন। ভোরে আবার যাত্রা শুরু করতে চেয়েছিলেন। কিন্তু নানদেদ থেকে মানমাদ রুটে চলাচল করা জ্বালানি তেলবাহী ট্রেনে কাটা পড়লেন তারা ভোর সোয়া ৫টায়।
রেলওয়ে মন্ত্রণালয় টুইটারে জানায়, রেললাইনে শ্রমিকদের ঘুমিয়ে থাকতে দেখে ট্রেন থামানোর চেষ্টা করেছিলেন চালক। কিন্তু পারেননি। আহতদের আওরঙ্গবাদ সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েছে মন্ত্রণালয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।