Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

বিরলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, লাশ উদ্ধার করেছে পুলিশ

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মে, ২০২০, ৯:১৮ এএম | আপডেট : ১০:২১ এএম, ৮ মে, ২০২০

দিনাজপুরের বিরলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। 

নিহতের পরিচয়ে জানা গেছে, সে পলাশবাড়ী ইউপি´র পলাশবাড়ী (পাঠানপাড়া) গ্রামের মৃত এমাজ উদ্দিন এর পুত্র কোবাদ আলী (৪৫)।
নিহতের ভাই আবেদ আলী জানান, পার্শ্ববর্তী কালিয়াগঞ্জ বাজার থেকে বৃহস্পতিবার এশার নামাজের পূর্বে বাড়ী ফেরার পথে পলাশবাড়ী (দধিয়াপাড়া) জলিলের বাড়ীর সম্মূখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর ভাই কোবাদ আলীকে হত্যা করেছে দূর্বৃত্তরা। এমন সংবাদ পেয়ে তিনিসহ পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে লাশ সনাক্ত করে। তবে তাঁর জানামতে কারো সাথে নিহতের কোন পূর্ব বিরোধ ছিল না বলে তিনি জানান।

বিরল থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে চিহিৃত করে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ