Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভারতে মদ নিয়ে হুলুস্থূল আয় বাড়ছে সরকারের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০২০, ১২:০৬ এএম

ভারতে ৪০ দিন বন্ধ রাখার পর গত সোমবার থেকে খুলে দেয়া হয়েছে মদের দোকান। তারপরই ঘটল হুলস্থুল ঘটনা। অসংখ্য মানুষ হুমড়ি খেয়ে পড়ল মদের দোকানের ওপর। সামাজিক দূরত্বের বালাই নেই, মুখে মাস্ক নেই; এই অবস্থায় গাদাগাদি করে মদ কেনার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন তারা। কে কার আগে কিনবেন তা নিয়ে হুলস্থুল। এমনকি পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জও করে পুলিশ। দিল্লিতে এক ধাক্কায় মদের দাম বাড়ানো হয় ৭০ শতাংশ পর্যন্ত। কিন্তু, তাতেও কোন প্রভাব পড়েনি। দীর্ঘ লাইন ধরে হাজার টাকার বোতল সতেরোশো টাকায় খুশিমনে কিনছেন মদপ্রেমিরা। শুধু পশ্চিমবঙ্গের রেকর্ডটাই ধরা যাক। গত সোমবার ১০ ঘণ্টায় এই রাজ্যে মদ বিক্রি হয়েছে ১০০ কোটি টাকার! মঙ্গলবার দুপুর ১২টা থেকে ৬ টা পর্যন্ত বিক্রি হয়েছে ৬৫ কোটি টাকার মদ। সুযোগ পেয়ে দোকানিরা অতিরিক্ত দাম হাঁকাচ্ছেন। সরকারীভাবে চাপানো হয়েছে বাড়তি কর। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে উত্তরপ্রদেশে। মঙ্গলবার সেখানে মদ বিক্রি হয়েছে ১১০ কোটি রুপির কাছাকাছি। এছাড়া কর্ণাটকের আয় ৪৫ কোটি, রাজস্থানের ৫৯ কোটি, অন্ধ্রপ্রদেশের আয় ৬১ কোটি। মঙ্গলবার থেকে দিল্লি মদের ওপর ৭০ শতাংশ অতিরিক্ত শুল্ক ধার্য করেছে। পশ্চিমবঙ্গ ৩০ শতাংশ, অন্ধ্র ৭৫ শতাংশ, রাজস্থান ১০ শতাংশ। প্রায় প্রতিটি রাজ্যই নিজেদের মতো করে অতিরিক্ত শুল্ক বসিয়েছে। বলা হচ্ছে, করোনা পরিস্থিতির মোকাবিলায় এই শুল্ক বসানো হয়েছে। ফলে বুধবার থেকে প্রতিদিন আরও বেশি রাজস্ব ঢুকবে সরকারের কোষাগারে। করোনা মোকাবিলায় যে অর্থ ব্যবহার করা হবে। সাহায্য পাবেন গরিব মানুষ। তাই রাজ্য সরকারের কাছে, মদ ভালো। আরএফআই।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ