Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অশান্ত হয়ে উঠেছে কাশ্মীরের পুলওয়ামা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০২০, ১২:০৬ এএম

বুধবার ভারতের নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে হত্যা করা হয় কাশ্মীরের স্বাধীনতকামী সংগঠন হিজবুল মুজাহিদিনের কম্যান্ডার রিয়াজ নাইকুর। এ খবর ছড়িয়ে যাওয়ার পর কাশ্মীরের পুলওয়ামা অশান্ত হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়ে ওঠে সাধারণ মানুষের টার্গেট। কাশ্মীরের বাঘিপোরার গ্রামের বাসিন্দা নাইকু ছিলেন অঙ্কের শিক্ষক। তিনি এলাকার ছেলে-মেয়েদের বিনা খরচে অঙ্ক শেখাতেন। সবাই তাকে ভদ্র ও বিনয়ী হিসাবেই জানতেন। ২০১০ সালে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেল মাথায় লেগে কাশ্মীরি তরুণ তুফাইল আহমেদের মৃত্যু হয়। সেই ঘটনায় প্রতিবাদ উত্তপ্ত হয়ে উঠে উপত্যকা। সেই প্রতিবাদে অংশ নিয়ে জেলে যান নাইকু। বিনা অপরাধে ২ বছর জেল খেটে যখন তিনি মুক্তি পান, ততদিনে আম‚ল পরিবর্তন হয় তার। মুক্তি পাওয়ার পর শিক্ষকতা ছেড়ে থেকে ২০১২ সালে হিজবুলে যোগ দেয়ার পর মাত্র কয়েক বছরের মধ্যেই এই সংগঠনের শীর্ষ স্থানে উঠে আসে সে। ২০১৬ সালের জুলাই মাসে বুরহান ওয়ানির মৃত্যুর পরে হিজবুল মুজাহিদিনের কম্যান্ডার পদে আসে নাইকু। জানা গেছে, তার মৃত্যুর খবরে কাশ্মীরে সেনাবাহিনীকে লক্ষ করে ঝাঁকে-ঝাঁকে ইটবৃষ্টি তো বটেই, বিক্ষোভ চালিয়ে নিরাপত্তা বাহিনীর একাধিক গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেটে একাধিক বিক্ষোভকারী আহত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। টিওআই।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ