মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত মঙ্গলবার লকডাউন উপেক্ষা করে অ্যারিজোনা সফরকালে বলেছিলেন, মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় হোয়াইট হাউসের গঠিত টাস্কফোর্স গুটিয়ে নিচ্ছেন তিনি। একদিনের মাথায় আবার মত পাল্টালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৮০ ডিগ্রী ঘুরে জানালেন, টাস্কফোর্সের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
করোনায় আক্রান্তের হিড়িক ও প্রাণহানির ভয়াবহতা সত্ত্বেও লকডাউন তুলতে মরিয়া প্রেসিডেন্ট। এর মধ্যেই টাস্কফোর্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের শুধু বললেন, ‘লকডাউন যখন উঠেছে, তখন আরও কিছু মানুষের মৃত্যু তো হবেই। কিন্তু তা বলে তো আগামী পাঁচ বছর দেশটাকে অচল রাখতে পারি না!’ কূটনীতিকদের মতে, নভেম্বরের নির্বাচন মাথাই রেখেই ট্রাম্প এখন অলআউট খেলতে চাইছেন। মানুষের মৃত্যুর আশঙ্কা সত্ত্বেও ভোট জিততে তিনি অর্থনীতির চাকা সচল রাখতে চাইছেন।
এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার একদিনের মাথায় আবার মত পাল্টালেন ট্রাম্প। হোয়াইট হাউজ স্বীকার করেছে, টাস্কফোর্স নিয়ে অভ্যন্তরে আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল টুইটার বার্তায় বলেন, ‘করোনা মোকাবেলায় তার প্রশাসনের জরুরি সাড়া দিতে গঠিত টাস্কফোর্সের কাজ অনির্দিষ্টকালের জন্য চলবে। তারা এখন মার্কিন অর্থনীতি সচল করা এবং ভ্যাকসিনের ব্যাপারে দৃষ্টি দেবে।’ তিনি জানান, ‘যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমিত রোগ বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক অ্যান্থনি ফসি এবং করোনা ভাইরাস টাস্কফোর্সের সমন্বয়ক চিকিৎসক ডেবোরাহ বার্কস তাদের পদে বহাল থাকবেন। করোনা টাস্কফোর্সেও কাজ অবশ্যই চলমান থাকবে।’
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ। আর মহামারীটিতে প্রাণ হারিয়েছেন ৭৪ হাজার ৫৭৭ জন। এমন পরিস্থিতিতেও সারা দেশে গৃহিত লকডাউন শিথিলের পক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, করোনা মোকাবেলায় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে চেয়ারম্যান করে হোয়াইট হাউস গঠন করেছিল জরুরি টাস্কফোর্স। এরইমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার অ্যারিজোনা রাজ্য সফরে গিয়ে ঘোষণা দেন, কয়েক সপ্তাহের মধ্যে ওই টাস্কফোর্স ভেঙে দেওয়া হবে। একটি মাস্ক কারখানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, করোনা প্রতিরোধে মাইক পেন্স ও টাস্কফোর্স চমৎকার কাজ করেছে। কিন্তু এখন আমরা কিছুটা ভিন্ন চিন্তা করছি। এর আগে তিনি ধাপে ধাপে লকডাউন তুলে নেয়ারও ঘোষণা দেন। এতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেন, যদি যুক্তরাষ্ট্রে সবকিছু খুলে দেয়া হয় তাহলে আরও বাড়বে করোনার প্রকোপ। সূত্র: বিবিসি, আলজাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।