নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আগামী আগস্টে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজনে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে তুরস্ক। বুধবার এক বিবৃতিতে এমন ইচ্ছার কথা জানিয়েছে তুর্কি ফুটবল ফেডারেশন।
প্রসঙ্গতঃ গত মার্চে করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে ইউরোপিয়ান লিগগুলো স্থগিত ঘোষণা করা হয়। একই সঙ্গে স্থগিত হয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলোও। মে মাসের শেষ দিকে এসে কথা ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার। কিন্তু করোনার কারণে সেই ফাইনাল স্থগিত করে দেয়া হয়।
তুরস্কের ইস্তানবুলের আতাতুর্ক স্টেডিয়ামে চলতি মাসেই (৩০ মে) চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু স্থগিত হওয়ার কারণে কবে সেই ফাইনাল অনুষ্ঠিত হবে তার কোনো নিশ্চয়তা নেই। কারণ, ফাইনালের আগে এখনও কয়েকটা ধাপ পেরুতে হবে চ্যাম্পিয়ন্স লিগকে। এরপরই না ফাইনালের কথা।
তবুও পরিবর্তিত পরিস্থিতিতে আগামী আগস্টেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজনে প্রস্তুত বলে দাবি করেছে তুরস্ক ফুটবল ফেডারেশন। অথচ উয়েফার পক্ষ থেকে চ্যাম্পিয়ন্স লিগ পুনরায় শুরু করার বিষয়ে কোনো কিছু বলা হয়নি এখনও। যদিও আগামী ২৭ মে এ বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগে থেকেই উয়েফার একটা পরিকল্পনা রয়েছে ২৯ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজন করা যায় কি না- এ ব্যাপারে।
একইসঙ্গে করোনা পরবর্তী সময় দেশে ফুটবল ফেরাতে উদ্যোগী তুরস্ক প্রিমিয়র ডিভিশন ফুটবল লিগ পুনরায় চালু হচ্ছে আগামী ১২ জুন থেকে। বুধবার এক বিবৃতিতে সেকথা জানিয়েছেন তুরস্ক ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নিহাত ওজদেমির। তিনি আরও জানান তুরস্কের প্রিমিয়র ডিভিশন ফুটবল লিগ ২৬ জুলাইয়ের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তারা। গত মার্চেই বন্ধ হয়ে গিয়েছিল তুর্কি প্রিমিয়ার লিগ।
নিহাত জানিয়েছেন, পরিবর্তিত পরিস্থিতিতে যে ক্রীড়াসূচি তৈরির কাজ চলছে তাতে সপ্তাহান্তে ৭টি করে ম্যাচ এবং সপ্তাহের সাধারণ দিনগুলিতে ১টি করে ম্যাচ খেলানোর কথা ভাবছে তুরস্ক ফুটবল ফেডারেশন। ভিডিও কনফারেন্সে তুরস্ক ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘জুলাইয়ের শেষে আমাদের নিজেদের লিগ শেষ করতে বদ্ধপরিকর। মাঠেই আমরা বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেব। এরপর আগস্টে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজন করে আমাদের মৌসুম শেষ করব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।