Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ত্রাণ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না ঃ ফাহমী গোলন্দাজ বাবেল এমপি

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মে, ২০২০, ৬:২১ পিএম

ময়মনসিংহ-১০ আসন (গফরগাঁও) থেকে নির্বাচিত সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি করোনাভাইরাস পরিস্থিতিতে উপজেলার ১৫টি ইউনিয়ন ও গফরগাঁও পৌরসভায় গৃহবন্দী অসহায় , কর্মহীন, শ্রমজীবী ৩০হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন আজ বুধবার (৬ মে) গফরগাঁও উপজেলার ৩নং চরআলগী ইউনিয়নে বিশ^রোড ব্রীজের মোড়ে । পৌরসভাসহ ও গফরগাঁও উপজেলার ১৫ইউনিয়নে ধারাবাহিক ভাবে ৩০হাজার পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে । তারই অংশ হিসেবে চরআলগী ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো । ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেন ঃ ময়মনসিংহ জেলার মধ্যে বৃহত্তর গফরগাঁও উপজেলায় বিশাল এলাকা । সর্বনাশা করোনা ভাইরাসের ছোবলের ফলে শত শত অসহায় ,হতদরিদ্র ও গৃহহীনরা কষ্টে জীবন যাপন করছে । অটোচালক ,রিক্সাওয়ালা ,হোটেল কর্মচারী,দিনমজুরসহ নানান পেশার হতদ্ররিদ্র লোকজন আজ বেকার হয়ে পড়েছে । তাদের কষ্ট কথা চিন্তা করে আমার আজ এই উদ্যোগ ৩০হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া । তিনি বলেন . ত্রাণ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবেনা । দলীয় নেতা-কর্মীদের সঠিকভাবে ত্রাণ বন্টন করতে হবে । এই দুর্যোগের সময়ে কোন অসহায় ,দুস্থ ও দরিদ্র পরিবার যেন বাদ না যায় সেদিক বেশি নজর দিতে হবে । তিনি বলেন ঃ বর্তমান সরকারের আমলে করোনা ভাইরাসের কারণে হতদরিদ্রদের জন্য ১০টাকা কেজি চাল দেয়া হচ্ছে । এ ছাড়া হতদরিদ্রসহ সকল পেশার ব্যবসায়ীদেরকে বিশেষ লোনের ব্যবস্থার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । যা ইতিমধ্যে বিভিন্ন ব্যাংকে নির্দেশ দেয়া হয়েছে । কয়েক মাসের জন্য লোনের কিস্তি স্থগিত করেছে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ ব্যাংক । ত্রাণ বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন (বাদল) ,৩নং চরআলগী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাছুদুজ্জামান (মাছুদ) প্রমুখ । ৩নং চরআলগী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাছুদুজ্জামান (মাছুদ) জানান, গফরগাঁও উপজেলার মধ্যে চরআলগী ইউনিয়নের বেশির জনসাধারণ কৃষক । ইউনিয়নটি বিশাল এলাকা । এখানে ধান ,শাকসবজিসহ হরেক রকমের ফসল উৎপাদন হয়ে থাকে । সর্বনাশা করোনা ভাইরাসের কবলে কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন স্থানে সরবরাহ করতে পারছেনা । কৃষকরা চরম ভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে । কৃষকদেরকে সরকারি ভাবে সুদবিহীন লোন দেয়া দরকার ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ