বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাদ্য মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙামাটির দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকার ডিপ্লোমাদের জন্য নতুন নতুন পদ সৃষ্টি করেছে। এরা সুনামের সাথে কাজ করে আসছে। তিন বলেন, বঙ্গবন্ধুর আর্দশকে যারা বুকে ধারণ করবেন তাদের সংগঠনে জায়গা হবে।
শনিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় রাঙামাটির কাপ্তাই উপজেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা এবং নব নির্বাচিত কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন।
কাপ্তাই উপজেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা পরিষদের সভাপতি প্রকৌশলী শুভাষ কান্তি চৌধুরীর সভাপতিত্বে সম্পাদক প্রকৌশলী বিউটি চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আরিফ জামান এর সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, সদস্য দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক,কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী থোয়াইচিং মারমা, সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আক্তার চৌধুরী, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল , চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরন্জিত তঞ্চঙ্গ্যা এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী সাকিব হোসেন তানিম।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ' রাঙামাটি জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী আজম এরশাদুল মন্ডল।
এর আগে রাঙামাটি জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদের প্রধান উপদেষ্টা দীপংকর তালুকদার এমপি সহ আমন্ত্রিত অতিথিদেরকে কাপ্তাই উপজেলা শাখার পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।