Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে আ.লীগ দুই অসুস্থ নেতার বাসায় গিয়ে খোঁজখবর নিলেন দীপঙ্কর তালুকদার এমপি

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২২, ২:০৭ পিএম

কাপ্তাইয়ে অসুস্থ দু'ই আওয়ামীলীগ নেতাকে দেখতে যান খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার, এমপি। শনিবার সকাল সাড়ে দশটায় শিল্প এলাকায় নিজ বাসায় দীর্ঘ এক বছর যাবৎ অসুস্থ কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক আকতার আলম ও লগগেইট এলাকায় বসবাসরত উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুলকে দেখতে যান দীপংকর তালুকদার এমপি। এসময় তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার কথা বলেন। কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদককে এসময়ে আর্থিক সহযোগিতা করেন দীপংকর তালুকদার। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, নিওচিং মারমা, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দীন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ,যুগ্নসম্পাদক আব্দুল ওহাব,তথ্য ও গবেষনা সম্পাদক আবুল কাশেম, কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাজী শামসুল ইসলাম আজমীরসহ দলীয় অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ