গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাতভর মৃদু গরমের পর রাজধানী ঢাকায় বুধবার (৬ মে) সকালে মুষুলধারে বৃষ্টি নামে।
ভোর ৫টার দিকে বৃষ্টি শুরু হয়। ঝড়ো হাওয়ার সঙ্গে ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে ঘণ্টাখানেক ভারী বৃষ্টিপাত হয়। এতে মহানগরীতে গরম কেটে গিয়ে ঠান্ডা অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার ভোরে ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকবে।
আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছে, দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড় ও বৃষ্টি বয়ে যেতে পারে। এ সব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।