Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃষ্টি বাঁচিয়ে দিচ্ছে মিঠুনদের

‘এ’ দলের ক্যারিবিয়ান সফর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

তৃতীয় দিনে বৃষ্টি কেড়ে নিল বেশিরভাগ সময়। তাতে কিছুটা স্বস্তি পেতে পারেন মোহাম্মদ মিঠুনরা। কারণ ম্যাচ তাদের হার এড়াতে যে একমাত্র ভূমিকা রাখছে বিরূপ প্রকৃতিই। বাংলাদেশ ‘এ’ দলের মামুলি পুঁজি টপকে জুতসই লিড নিয়ে ফেলেছে স্বাগতিকরা। গতপরশু ভোরে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে পুরো দিনে বৃষ্টি বাধায় খেলা হয়েছে স্রেফ ৩৫ ওভার। তাতে বাংলাদেশ তুলেছে ২ উইকেট, ওয়েস্ট ইন্ডিজ যোগ করেছে ৯৮ রান। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২৬৩ রান। বাংলাদেশের ১৬৭ ছাড়িয়ে এরমধ্যে ৯৬ রানে এগিয়ে গেছে তারা।

এদিন দফায় দফায় নামে বৃষ্টি। এর ফাঁকে যা খেলা হয়েছে তাতে আশার আলো নেই বাংলাদেশ ‘এ’ দলের। আগের দিনের সঙ্গে আরও ১৯ রান যোগ করে খালেদ আহমেদের শিকার হন টেবিন ইমলাক। ৩৬ রান করে এলবিডব্লিউতে কাটা পড়েন তিনি। ফিফটির আগে খালেদ শিকার হন অধিনায়ক জশুয়া দা সিলভায়। ৪৩ রান করে তিনিও হন এলবিডব্লিউ। এরপর আর কোন উইকেট হারায়নি স্বাগতিকরা। আলীক আতানজে ও ইয়ানিক কারিয়াহ মিলে যোগ করেন ৩৯ রান।
বাংলাদেশ সময় গত ভোরেই শেষ হবার কথা চতুর্থ ও শেষ দিন। নাটকীয় কিছু না হলে এই ম্যাচ হতে যাচ্ছে ড্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃষ্টি বাঁচিয়ে দিচ্ছে মিঠুনদের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ