Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোয় যুক্তরাষ্ট্রে গভর্নরের বিরুদ্ধে মামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০২০, ১০:৩৯ এএম

করোনাভাইরাসে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করায় যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গভর্নরের বিরুদ্ধে মামলা করেছে প্রতিপক্ষ দলের প্রতিনিধি। স্থানীয় সময় ৪ মে মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রিচেন হুইটমারের বিরুদ্ধে এ মামলা করেন রিপাবলিকান দলের পল মিশেল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গ্রিচেন হুইটমারের বিরুদ্ধে সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছেন পল মিশেল। ওই মামলায় মিশিগান অঙ্গরাজ্যের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের পরিচালক রবার্ট গর্ডনকেও আসামি করা হয়েছে।

তবে কোনো সংবিধান লঙ্ঘন করেননি দাবি করে এক প্রেস ব্রিফিং মিশিগান গভর্নর জানিয়েছেন, ১৯৪৫ সালের মার্কিন জরুরি অবস্থা আইনে বিশেষ এখতিয়ারে রাজ্যের জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছেন তিনি।

ডেমোক্র্যাটিক দলের এই গভর্নর আরও জানান, করোনাভাইরাস এখনও নিয়ন্ত্রণে না আসায় চলমান জরুরি অবস্থা প্রত্যাহার করে জনগণকে ঝুঁকির মধ্যে ফেলতে চান না তিনি। এজন্য আরও দুই সপ্তাহ সময় বৃদ্ধি করেছেন।



 

Show all comments
  • Md. Shamsul Hoq ৬ মে, ২০২০, ৪:১৮ পিএম says : 0
    Governor might be right.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ