Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের জন্য পুষ্টিকর খাবার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মে, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাস প্রতিরোধে এবার সদস্যদের পুষ্টিকর খাবার দিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিশেষ করে আইসোলেশন ও কোয়ারেন্টাইনে থাকা পুলিশ সদস্যদের নিয়মিত ডিম, দুধ, কলা, আদা, লবঙ্গ, আনারস, মালটা দেয়া হচ্ছে। এসব খাবার মানবদেহে ভাইরাস প্রতিরোধে অ্যান্টিবডি তৈরি করে।
গতকাল মঙ্গলবার দুপুরে ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, যারা নিয়মিত দায়িত্বপালন করছেন তাদের প্রতিদিনকার খাবারের পাশাপাশি মৌসুমি ফল, ২৪ঘণ্টা গরম পানির ব্যবস্থা রয়েছে। রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির জন্য সব পুলিশ সদস্যের মধ্যে ভিটামিন ‘সি’ ও জিংক ট্যাবলেট বিতরণ করা হয়েছে। একই সঙ্গে মেসগুলোতে প্রতিদিন কমপক্ষে ৩বার জীবাণুনাশক ছিটিয়ে পরিষ্কার করা হচ্ছে। ডাইনিংয়ে প্রবেশের ক্ষেত্রে সব সদস্যের জুতা খুলে প্রবেশ নিশ্চিত করা হয়েছে। এ কারণে আক্রান্তের সংখ্যা কমে আসবে বলে কর্মকর্তারা আশা করছেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ