Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

গোদাগাড়ীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ৫:১৮ পিএম

রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার অনশন চলছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিক চক উচ্চ বিদ্যালয়ের ৯ ম শ্রেণীর এক ছাত্রীর সাথে উপজেলার বোগদামারী এলাকার ময়দুল দোকানদারের ছেলে রুবেলের সাথে বিয়ের অনুষ্ঠানে গিয়ে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছর জেএসসি সমাপনী পরীক্ষার সময় তাদের প্রেমের সর্ম্পক ধরে তাদের দেখা সাক্ষাত হতো। পরীক্ষা শেষে ছাত্রীর মানিকচক এলাকায় চলে গেলে এরপর রুবেল তার প্রেমিকার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। এমন কি মোবাইল ফোনেও যোগাযোগ বন্ধ করে দেয়। তাই মোবাইল ফোনে ঠিকমত যোগাযোগ করতে না পেরে সোমবার সকালে মেয়েটি তার প্রেমিক রুবেলের বাসায় গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে।
এদিকে মেয়েটি বাড়ির সামনে অনশন চালালেও রুবেল তার বড়িতে নাই।
এ ব্যাপারে মাটিকাটা ইউপির ৩নং ওয়ার্ড সদস্য সাদিকুল ইসলাম জানান, ছেলে ও মেয়ে উভয়ের বয়স হয়নি। তাই উভয়ের অভিভাবকের সাথে কথা বলে, ছাত্রীকে বুঝিয়ে বাড়ী পাঠানোর চেষ্টা করছি। উভয় পক্ষের মধ্যে বয়স হওয়ার পর বিয়ের সমঝোতা হলে তাদের নিজ নিজ জিম্মায় ছেড়ে দেয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) আব্দুর রাজ্জাক খান বলেন,বিয়ের দাবীতে মেয়ের অনশনের বিষয়টি জানা নাই। তবে খোঁজ নিচ্ছি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেমিক

২৭ মে, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ