Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বদলে যেতে পারে ফুটবল মৌসুমই!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ১২:০৩ এএম

করোনাভাইরাস পরবর্তী সময়ে বদলে যেতে পারে ফুটবলের চেনা কিছু চিত্র। এর একটি হতে পারে পঞ্জিকা বর্ষে মৌসুম সরে যাওয়া। ইউরোপের দেশগুলোকে এই পথে হাঁটার পরামর্শ দিয়েছেন ফিফা সহ-সভাপতি ভিক্টর মনতাগিøয়ানি। ২০২২ সালের কাতার বিশ্বকাপের সময়স‚চির জন্য এই পরিবর্তেনর যৌক্তিক সম্ভাবনা দেখছেন মনতাগিøয়ানি। ইতালির রেডিও স্পোর্তিভাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের এই ভাবনা তুলে ধরেন তিনি, ‘আমাদের এমন সুযোগ আছে। কারণ কাতারে ২০২২ বিশ্বকাপ হবে নভেম্বর-ডিসেম্বরে এবং এটা ভালো পরিকল্পনা হতে পারে।’
কনকাকাফের সভাপতি মনতাগিøয়ানি তার ভাবনার পক্ষে উদাহরণ হিসেবে আমেরিকার ফুটবল মৌসুমকে তুলে ধরেন, ‘আমেরিকায় (বেশ কয়েকটি দেশে) আগে থেকেই বর্ষপঞ্জিকা অনুসারে ফুটবল মৌসুম চলে। তাই এটা একটা সমাধান হতে পারে, যা ইউরোপ ও আফ্রিকাতেও চালু করা যেতে পারে। জাতীয় ও মহাদেশীয় পর্যায়ে এটা কার্যকর করতে আলোচনা করা যেতে পারে। এটা বাতিল করে দেওয়ার মত কোনো ভাবনা নয়। পরের দুই বছর ও আগামী শীতকালীন বিশ্বকাপের কথা মাথায় রেখে এটা একটা সমাধান হতে পারে।’ স¤প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কণ্ঠেও ছিল একই সুর। ফুটবল যখন পুনরায় শুরু হবে, তখন তা পুরোপুরি ভিন্ন চেহারার হবে বলে মনে করেন তিনি।
ইতালি, জার্মানি, স্পেন ও ইংল্যান্ডসহ ইউরোপের অনেক দেশ এখনও তাদের মৌসুম শেষ করার ব্যাপারে আশাবাদী। উয়েফা চায় চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ শেষ করতে। এসব বাস্তবায়ন করতে হলে নিশ্চিতভাবে পিছিয়ে দিতে হবে ইউরোপের ২০২০-২১ ফুটবল মৌসুম। সিদ্ধান্ত নেওয়ার তাই এখনই সময় বলে মনে করেন মনতাগিøয়ানি, ‘আগেই আমরা ২০২৪ পরবর্তী সময়ে নতুন বর্ষপঞ্জিকা নিয়ে ভাবতে শুরু করেছিলাম। এই সঙ্কটকালীন সময়ে আমাদের দ্রæত সিদ্ধান্ত নিতে হবে।’
এর আগে কার্ল-হেইঞ্জ রুমেনিগে ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের (ইসিএ) সভাপতি থাকাকালীন সময়ে বর্ষপঞ্জিকা অনুযায়ী মৌসুম চালানোর ধারণা দিয়েছিলেন। ২০১৩ সালে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের মতের পক্ষে যুক্তি তুলে ধরেছিলেন হেইঞ্জ, ‘জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড সবখানেই গ্রীষ্ম হলো বছরের সেরা সময়। আর এই সময়টাতেই আমরা ফুটবল খেলি না। তীব্র শীতে, যখন প্রচÐ ঠাÐা পড়ে এবং তুষারপাত হয়, এর প্রায় পুরোটা সময়ে আমরা ফুটবল খেলি। তখনকার ওই পরিস্থিতি খেলোয়াড় ও দর্শকদের জন্য প্রতিক‚ল। এটা যৌক্তিক নয়।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ