বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিয়ের প্রলোভনে এক নারীকে (২৫) দিনের পর দিন ধর্ষন করা হয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উপজেলার বহলতলী গ্রামের কোনের বাড়িতে। সরেজমিনে গেলে ওই নারীর বোন রেশমা বেগম ও মা ভুলু বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন একই গ্রামের কালাম শেখের ছেলে সরিফুল শেখ (৩০) দীর্ঘ দশ বছর ধরে আমার মেয়েকে বিয়ের কথা বলে আরেকটি সংসার ভেঙ্গে নিয়ে আসে এবং প্রেমের সম্পর্ক গড়ে তোলে বিভিন্ন স্হানে নিয়ে শারীরিক সম্পর্ক স্হাপন করে বিয়ে করতে নানা তালবাহানা শুরু করে এর পর গত ৩০ মে বৃহস্পতিবার সকালে সরিফুল তাকে বিয়ে করার কথা বলে ফোনে বাড়িতে ডেকে নেয় এর পর থেকে সে আর বাড়ি ফেরেনি, এদিকে আমার মেয়েকে সরিফুলের পরিবারের লোকজন বাড়ি থেকে বেড় হয়ে যেতে চাপ প্রয়োগ করায় কয়েকবার সে আত্ব্র্যহত্যার চেস্টা করলে শুক্রবার রাতে স্হানীয় মাতুব্বর মুজিবর শেখ,ওমর শেখ,ইকবাল ও পলাশ তাকে চাপ প্রযোগ করে সরিফুলের ঘড় থেক জোর করে বের করে দেয়। এ ব্যপারে সরিফুলের বক্তব্য পাওয়ার জন্য তার বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি,এঘটনার পর থেকে সে গা ঢাকা দিয়েছে বলে জানাগেছে। কোটালীপাড়া, থানার ওসি তদন্ত মোঃ জাকারিয়া বলেন আমাদের কাছে কোন লিখিত অভিযোগ নেই,শুনেছি তারা আপোষ হয়েগেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।