Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় সাত বছরের শিশুকে ধর্ষনের চেস্টায় গ্রাম্য ডাক্তার গ্রেফতার

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মে, ২০২০, ৫:৫২ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাত বছরের এক শিশু কণ্যকে ধর্ষন চেস্টার অভিযোগে গ্রাম্য ডাক্তার সোলায়মান শাহ (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে বরিশাল জেলার গৌরনদী উপজেলার কলাবাড়িয়া গ্রামের ইউনুচ মাস্টারের মেয়ের জামাই এবং স্হায়ী বাসিন্দা,তার আসল বাড়ি চাদপুর জেলার মতলব উপজেলায় তার বাবার নাম হযরত আলী বলে পুলিশ জানায়।

আজ শনিবার দুপুরে উপজেলার কুঞ্জবন গ্রামে এ ঘটনা ঘটে। সরেজমিনে গেলে ওই শিশুটির মা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন দুপুর দেরটার দিকে মেয়ের জন্য এলার্জির ঔষধ নিতে ডাক্তারের দোকানে আসি,ডাক্তার ব্যস্ত থাকায় পরে আসতে বল্লে আমি বাড়িতে যাই এই ফাকে মেয়েকে ঘরের মধ্যে ডেকে নিয়ে বিস্কুট খেতে দিয়ে টেলিভিশন দেখতে বলে তার পড়নের প্যন্ট খুলে ধর্ষনের চেস্টা করতে থাকলে মেয়েটি বাড়িতে দৌড়ে এসে ঘটনাটি আমাকে জানায়। এসময় শিশুটির মুখ থেকে কথাগুলো শুনে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ডাক্তারকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

এঘটনায় মামলা করা হবে বলে শিশুটির পরিবার জানায়। কোটালীপাড়া থানার ওসি তদন্ত মোঃ জাকারিয়া জানান শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে যথাযথ ব্যবস্হা গ্রহন করা হবে। এদিকে এলাকাবাসী ওই ভন্ড ডাক্তারের কঠিন স্বাস্তির দাবি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ