Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খালিদের কথায় বুলবুলের সুরে মে দিবসের গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ১২:০৮ এএম

মহান মে দিবসকে উপজীব্য করে শ্রমজীবি মানুষের প্রতি সহমর্মিতা ও নায্য আচরণের আহবান জানিয়ে গান লিখেছেন মাহবুবুল এ খালিদ। ‘শ্রমিকের পাওনাটারে’ শিরোনামের মে দিবসের গানটিতে সুরারোপ করেছেন প্রয়াত জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটির দুটি ভার্সন করা হয়েছে। একটি সলো, আরেকটি ডুয়েট। সলো ভার্সনটি গেয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠের তরুণ শিল্পী রাফসান মান্নান। আর ডুয়েট ভার্সনে কণ্ঠ দিয়েছেন রাফসান ও ক্ষুদে গানরাজখ্যাত নওশীন তাবাসসুম স্মরণ। গানটি মাহবুবুল এ খালিদের সংগীত বিষয়ক ওয়েবসাইট ‘খালিদসংগীত ডটকম’-এ প্রকাশিত হয়েছে। একইসঙ্গে গানের দু’টি ভার্সনই ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ্যানেলে মুক্তি দেয়া হয়েছে। গানটির বিষয়বস্তু প্রসঙ্গে গীতিকার মাহবুবুল এ খালিদ বলেন, মহান মে দিবসের মূল শিক্ষা শ্রমিকের নায্য অধিকার রক্ষা। ‘শ্রমিকের পাওনাটারে’ গানের মাধ্যমে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পাওনা বুঝিয়ে দেয়ার আহŸান জানানো হয়েছে। মালিক যেন শ্রমিককে তার নায্য পাওনা থেকে বঞ্চিত না করেন। আপন ভাইয়ের মতো শ্রমিকের ভালোমন্দ, তার নিরাপত্তা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করেন। শ্রমিকের মঙ্গল হলে তার মনে শান্তি থাকবে এবং নিজের মনে করে ভালো করে কাজ করবে-এতে লাভ হবে উভয়েরই। একই সঙ্গে এই গানের মাধ্যমে শ্রমিকের প্রতি আহŸান জানানো হয়েছে যেন সে কাজে কখনো অবহেলা না করে।
উল্লেখ্য, মাহবুবুল এ খালিদের লেখা কবিতা ও গান ছড়িয়ে দেয় মানবপ্রেমের বার্তা। শ্রমিকের নিরাপত্তা নিশ্চিতের আহবান আরো বেশ কয়েকটি গান লিখেছেন তিনি। যার মধ্যে ‘আর নয় অগ্নিশিখা’, ‘এতো লাশ রাখবো কোথায়’ উল্লেখযোগ্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ