Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মদিনায় বিদেশি শ্রমিকদের স্বাস্থ্যসেবায় বিশেষ ব্যবস্থা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ৯:৪৪ পিএম

সউদী আরবের পবিত্র মদিনা নগরীর পরিচ্ছন্ন কর্মীসহ সকল ধরনের বিদেশি শ্রমিকদের করোনায় স্বাস্থ্য সুরক্ষা দিতে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন।

কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে, এ ভাইরাস থেকে শুধু নিজেকে সুরক্ষিত করে রাখলে হবে না, আশপাশের সবাইকে সুরক্ষা দিতে হবে। খবর আরব নিউজের। এ প্রকল্পের আওতায় মদিনার আবাসিক এলাকায় কাজ করা গৃহকর্মী থেকে শুরু পরিচ্ছন্ন কর্মী সবার স্বাস্থ্য পরীক্ষা করে তবেই কাজে নিযুক্ত করা হবে।

মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান ২৭ এপ্রিল এ প্রকল্পের ঘোষণা দেন। তিনি বলেন, এ মহামারী থেকে বাঁচতে হলে আমাদের আশপাশের মানুষগুলোর স্বাস্থ্য পরীক্ষা জরুরি।

প্রাথমিকভাবে, আল-খলিল ও আল-অয়োন এলাকায় এ পাইলট প্রকল্প চালু হচ্ছে। এতে ভ্রাম্যমান হাসপাতালে বিনামূল্যে বিদেশি শ্রমিকদের স্বাস্থ্যসেবা দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ