Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাফ চ্যাম্পিয়নশিপ অনিশ্চিত!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ৬:১১ পিএম | আপডেট : ৬:১৪ পিএম, ২৯ এপ্রিল, ২০২০

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বিশ্বের সব ক্রীড়া আসরই এখন বন্ধ রয়েছে। করোনা আতঙ্ক কবে কাটবে, ফের কবেই বা বিশ্ব ক্রীড়াঙ্গণ সরব হবে তা বলা মুশকিল। দক্ষিণ এশিয়া ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। চলতি বছরের সেপ্টেম্বরে ঢাকায় মাঠে গড়ানোর কথা এই টুর্নামেন্ট। আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। নির্ধারিত সূচিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে রয়েছে সংশয়। করোনাভাইরাসের প্রভাবে বিশ্ব পরিস্থিতি প্রায় টালমাটাল। সবকিছু স্থবির হয়ে আছে। তাই এই দুর্যোগে সাফ চ্যাম্পিয়নশিপ অনিশ্চিতই বলা যায়! এ মাসেই ছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) বার্ষিক কংগ্রেস ও নির্বাহী কমিটির সভা। শ্রীলঙ্কা বা মালয়েশিয়ার সভাতে সাফের বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সুযোগ ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেই সভাও এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত। পরিস্থিতি স্বাভাবিক হলেও ঝক্কি ঝামেলা বেড়ে যাবে। তখন অনুষ্ঠিত হতে পারে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। তাই সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়ানোর নিশ্চয়তা নেই। বিশ্ব বাছাইয়ের ম্যাচ থাকলে সাফ পিছিয়ে দেয়া ছাড়া উপায় থাকবে না।

এ প্রসঙ্গে বুধবার সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন,‘করোনাভাইরাসের কারণে নির্ধারিত সময়ে সাফ চ্যাম্পিয়নশিপ হবে কিনা, আমি নিজেই সংশয়ে আছি। এমনিতে কোনো দেশের খেলোয়াড়েরা খেলার মধ্যে নেই। খেলা শুরুর আগে তাদের অন্তত বেশ কিছু দিন সময় দিতে হবে। আর করোনাভাইরাসের প্রকোপ কখন কমবে তা তো বলা যাচ্ছে না। তাই আগের সূচীতে সাফ মাঠে গড়াবে- এটা জোর দিয়ে বলা মুশকিল।’

করোনা দুর্যোগ কাটার পর পরিস্থিতি স্বাভাবিক হলেও সেপ্টেম্বরেই সাফ চ্যাম্পিয়ন মাঠে গড়াবে, এমন নিশ্চয়তাও দিতে পারছেন না হেলাল। তার কথায়, ‘করোনা পরিস্থিতি কেটে গেলে তখন ফিফার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ থাকবে। এছাড়া অন্য খেলা তো রয়েছেই। তাই সেপ্টেম্বরে সাফ হবে কিনা সংশয় আছে। তখন হয়তো নতুন সূচি নিয়ে চিন্তা করতে হতে পারে। তবে সব কিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ