Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আল্লাহ চাইলে অতি তাড়াতাড়ি মসজিদে হারাম ও নববি খুলে দেয়া হবে’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ১২:০৬ পিএম

মসজিদে আল-হারাম ও মসজিদে নববীর দরজা আল্লাহর মেহমানদের জন্য অতি শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন দুই মসজিদের প্রধান শেখ আবদুল রহমান আল-সুইদাসি। গতকাল মঙ্গলবার মক্কায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সউদী বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সউদ সরকারি ফরমান মাধ্যমে বলেছিলেন ‘আল্লাহ ইচ্ছা করলে এই দিন শেষ হয়ে যাবে’ মেঘ সরে গিয়ে আলোর মুখ দেখব। সেইদিন আর বেশি দূরে নয় আমরা আবার আল্লাহ ও তাঁর রাসূল (স:) খেদমতে নিজেদের নিযুক্ত করব এবং সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহর রহমতে প্রার্থনা করব।

আল-সুইদাসি আরও বলেন, সউদী সরকার এই দেশের নাগরিক ও এই দেশে বসবাসরত সকল মুকিমের জন্য একটি সুস্বাস্থ্যকর ও স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করার লক্ষে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। আল্লাহ চাইলে, অতি তাড়াতাড়ি এই মহামারী থেকে ফিরে আসবে এই রাষ্ট্রসহ সমগ্র বিশ্ব। ততক্ষণে এই দেশের সরকারের সতর্কতামূলক ব্যবস্থাগুলির মধ্যে আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলতে এবং তাড়াহুড়ো না করে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।



 

Show all comments
  • Muhammad khaled ২৯ এপ্রিল, ২০২০, ১২:৪৩ পিএম says : 0
    আল্লাহপাক আমাদেরকে দ্রুত সেই সুদিন দেখার তাওফীক দান করুন ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ