Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওবামা-মিশেলের যাপিত জীবন প্রামাণ্যচিত্রে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ১২:০৪ এএম

হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টানা আট বছর ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা। মেয়াদ শেষ হওয়ার পর হোয়াইট হাউস ছাড়তে হয়েছে এ দম্পতির। ওবামার সঙ্গে হোয়াইট হাউস পরবর্তী জীবন নিয়ে প্রামাণ্যচিত্র তৈরি করেছেন মিশেল ওবামা। সেখানে উঠে আসবে এই দম্পতি সম্পর্কে অনেক অজানা কথা। মিশেল ওবামার মালিকানাধীন চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ইতিমধ্যে তাদের নির্মিত একটি প্রামাণ্যচিত্র জিতেছে অস্কার পুরস্কার। এবার আরও একটি চমক দেখাতে যাচ্ছে মিশেল ও নেটফ্লিক্স। নতুন প্রামাণ্যচিত্রের ঘোষণা এসেছে সোমবার। প্রকাশ হয়েছে একটি টিজার। আর নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে ৬ মে। ২০১৮ সালের আলোচিত স্মৃতিকথা ‘বিকামিং’-এর নামেই রাখা হয়েছে প্রামাণ্যচিত্রটির টাইটেল। অবশ্য এর পক্ষে যুক্তিসঙ্গত কারণও রয়েছে। নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়, চলচ্চিত্রটিতে মিশেলের জীবনের বিরল দিকগুলো খুব কাছ থেকে উঠে আসবে। দেখা যাবে স্মৃতিকথা নিয়ে ৩৪টি শহর ভ্রমণের নানান আখ্যান। প্রামাণ্যচিত্রটির একটি ক্লিপে দেখা যায়, ৫৬ বছরের মিশেল ফিলাডেলফিয়ার একটি অনুষ্ঠানে একাধিক তরুণীর সঙ্গে কথা বলছেন। সেখানে জানান, হোয়াইট হাউস ছাড়া মানেই ফার্স্টলেডি হওয়ার আগের জীবনে ফিরে যাওয়া নয়। বরং নতুন কিছু হয়ে ওঠা। সেই গল্পই তুলে ধরেছেন ‘বিকামিং’-এ। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ