মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৫ জনের প্রাণহানি হয়েছে এবং জীবিত উদ্ধার করা হয়েছে এক শিশুকে।যুক্তরাষ্ট্রের মিলওয়াকি নগরীর পুলিশ প্রধান আলফোনসো মোরেলেস জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর ওই বাড়ি থেকেই ৯১১ এ ডায়াল করা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র উদ্ধার করেছে তদন্তকারী। -টাইম নিউজ
তিনি জানান, স্থানীয় সময় সকাল দশটার দিকে তার পরিবার মারা গেছে বলে একজন পুলিশকে কল করে। অফিসাররা শহরের উত্তর পাশের ওই বাড়িতে পৌঁছে ১৪ থেকে ৪১ বছর বয়সী পাঁচ জনকে মৃত অবস্থায় দেখতে পায়। পুলিশ প্রধান মোরেলেস বলেছেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং তদন্তকারীরা মনে করছেন হত্যাকারী একাই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। এখনও তার নাম প্রকাশ করেননি তিনি।
মিলওয়াকির মেয়র টম ব্যারেট সাংবাদিকদের জানিয়েছেন, হত্যাকারী শিশুটিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় বলে তদন্তকারীদের ধারণা।
পুলিশ সূত্রের বরাত দিয়ে জার্নাল সেন্টিনেল জানিয়েছে, ৪৩ বছর বয়সী সন্দেহভাজন ওই ব্যাক্তি মিলওয়াকি কাউন্টিতে দীর্ঘদিন নানান অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।