Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাশ ফেলতে গিয়ে যুবক আটক

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

রাজধানীর মিরপুরে পলিথিনে মুড়িয়ে নবজাতকের লাশ ফেলার সময় রমজান নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার মিরপুর-১০ নম্বও থেকে তাকে আটক করা হয়।

মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিরুল রহমান জানান, মিরপুর-১০ নম্বর সেকশনে রক্তমাখা পলিথিন হাতে ওই যুবককে দেখে সন্দেহ হলে তাকে আটক করে জরুরি সেবা ৯৯৯ নম্বওে ফোন করে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পলিথিনে মোড়ানো এক নবজাতকের লাশসহ ওই যুবককে আটক করে।

আটক যুবকের বরাত দিয়ে পুলিশ জানায়, মিরপুর-১০ নম্বরের বুশরা ক্লিনিকের একজন রমজানকে ডেকে নিয়ে ওই পলিথিনটি ফেলার জন্য দেয়। এর বিনিময়ে তাকে ৩০০ টাকা দেয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ক্লিনিকে গর্ভপাতের পর অপরিণত শিশুটির লাশ ফেলে দিতে রমজানকে দায়িত্ব দেয়া হয়েছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ