বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরে ভেজাল মদপানে আরো একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে গত তিনদিনে ভেজাল মদপানে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯জন। হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার সকালে শহরের রেলগেট চোরমারা দীঘিরপাড়ের মৃত কুরবান গাজীর ছেলে ওলিয়ার রহমান (৪০) বমি, মাথা ঘোরাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। ১১টা ৫৫ মিনিটে তিনি মারা যান। মেডিসিন ওয়ার্ড থেকে রিপোর্ট আসার পরে জরুরি বিভাগের খাতায় ‘অ্যালকোহল পয়জনিং’ এ মৃত্যু বলে উল্লেখ করা হয়। এদিকে, ভেজাল ও বিষাক্ত মদ বিক্রির দায়ে আটক হাসানের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে তিনটিতে মদ খাইয়ে মানুষ হত্যা, আর দুটি অবৈধ মদ বিক্রির অভিযোগ আনা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।