Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কে আক্রান্ত লক্ষাধিক মৃত ২৭শ ছাড়াল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ১২:০৪ এএম

মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে তুরস্কে নতুন করে আরও ১০৬ জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে করোনায় ২ হাজার ৭০৬ জনের মৃত্যু হলো। তুর্কি স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে আরও ২ হাজার ৮৬১ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭ হাজার ৭৭৩ জন। চীন ও ইরানকে ছাড়িয়ে এশিয়ায় যা সর্বোচ্চ আর গোটা বিশ্বে আক্রান্তের দিক দিয়ে সপ্তম সর্বোচ্চ।সূত্র ও প্রতিনিধির বরাতে বিবিসি জানিয়েছে, দেশের অর্থনৈতিক কার্যক্রম বন্ধ ও মানুষের জনসমাগম নিষিদ্ধ না করেই তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান মহামারি এই ভাইরাস প্রতিরোধের চেষ্টা করছেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ