Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

লকডাউন তুলেছে তিন রাজ্য ৫১ সহস্রাধিক মৃত যুক্তরাষ্ট্রে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ১২:০৪ এএম

যুক্তরাষ্ট্রের জর্জিয়া, ওকলাহামা ও আলস্কা রাজ্য লকডাউন তুলে নিয়েছে। শুক্রবার লকডাউন তুলে নেয়ার পর এই তিন রাজ্যে কিছু ব্যবসা প্রতিষ্ঠানও পুনরায় চালু করা হয়। যথেষ্ট ক্রেতা সমাগমও হয়েছে। তবে তারা শারীরিক দূরত্ব বজায় রাখছেন। রাজ্যগুলোর কিছু শহর এখনও লকডাউন বহাল রেখেছে। আর মৃতের সংখ্যা ছাড়ালো ৫১ হাজার। জর্জিয়ায় স্পা, চুল ও নেল স্যালুন, ট্যাটু পার্লার এবং অন্য ব্যক্তিগত যত্ম বিষয়ক দোকানগুলো পুনরায় ব্যবসা চালুর অনুমতি পেয়েছে। সোমবার চালু করা হবে রেস্টুরেন্ট। ওকলাহামা শুক্রবার স্যালুন ও স্পা সেন্টার খোলার অনুমতি দিয়েছে। একই সঙ্গে আলাস্কায় রেস্টুরেন্ট চালু করা হয়েছে। দেশটির ২৬ মিলিয়ন মানুষ যা মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ মধ্য মার্চ থেকে বেকার। এ কারণে কয়েকটি রাজ্যে ব্যবসা চালু করার বিষয়ে চাপ তৈরি হচ্ছিল। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, লকডাউন দ্রুত তুলে নিলে করোনাভাইরাস দ্বিতীয় দফায় আঘাত হানতে পারে। বিবিসি, সিএনএন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ