Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২০, ৫:২২ পিএম

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রাণহানি ৫০ হাজার ২৪৩ জনে পৌঁছেছে। করোনা মহামারির তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের হিসাবে শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ২৪৩ জন, যা বিশ্বব্যাপী মৃত্যুসংখ্যার এক-চতুর্থাংশেরও বেশি।

বিশ্বের মধ্যে করোনায় সবচেয়ে বেশি আক্রান্তও যুক্তরাষ্ট্রে। সেখানে এ পর্যন্ত ৮ লাখ ৮৬ হাজার ৭০৯ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা আট লাখ ৮৬ হাজার ৭০৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৯০০ জন এবং মারা গেছেন দুই হাজার ৩৪২ জন।
সবচেয়ে বেশি ৫০৭ জনের মৃত্যুসহ নিউইয়র্কে মারা গেছেন মোট ২০ হাজার ৮৬১ জন। নিউজার্সিতে নতুন করে ৩৬৫ জন মারা যাওয়ায় সেখানে মৃতের সংখ্যা পাঁচ হাজার ৪২৮ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া নতুন করে ম্যাসাচুসেটসে ১৭৮, ক্যালিফোর্নিয়ায় ১০৪, পেনসিলভানিয়ায় ১১১, ইলিনয়ে ১২৩, মিশিগানে ১৬৪ ও লুইজিয়ানায় ১২৬ জন মারা গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ