Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু সংখ্যা ৫০ হাজার ছাড়াল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২০, ১১:০৪ এএম

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫০ হাজার ২৪৩ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন আট লাখ ৮৬ হাজার ৭০৯ জন। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাবে এমন তথ্য পাওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, শুক্রবার বৈশ্বিক মহামারীতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে। যদিও বৃহস্পতিবার পর্যন্ত অনেক রাজ্যের প্রতিবেদন পাওয়া যায়নি।

ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ২৯ ফেব্রুয়ারি। এরপর গত ৬ এপ্রিল তা ১০ হাজারে পৌঁছায়। তখন থেকে মাত্র পাঁচ দিনের মাথায় সংখ্যাটি হয়ে যায় ২০ হাজার।

আর মৃতের সংখ্যা বেড়ে বুধবার ৩০ হাজারে পৌঁছায়। যেটা ছিল পাঁচ দিনের মধ্যে সবচেয়ে বেশি মৃতের সংখ্যা বৃদ্ধি। এপ্রিলে গড়ে ৩০ হাজার লোক ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন।

কর্মকর্তারা বলছেন, দেশজুড়ে পরীক্ষার সক্ষমতায় অপর্যাপ্ততা রয়ে গেছে। নমুনা সংগ্রহের জন্য সোয়াবসহ বিভিন্ন উপকরণেরও কমতি রয়েছে। এছাড়া কীভাবে লোকজন আক্রান্ত হচ্ছেন, তা খুঁজে বের করতে যথেষ্ট কর্মীরও অভাব রয়েছে।

তবে সারি সারি এই মৃত্যুর মিছিলেও বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতির দেশটিতে বেকারত্বের হার বাড়ছে। কাজেই করোনাভাইরাসের দরুন মারাত্মক অর্থনৈতিক খেসারত দিতে হবে যুক্তরাষ্ট্রকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ