প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনায় আতঙ্কিত না হতে শোবিজ তারকারা নানানভাবে মানুষকে করছেন সচেতন। নানা ভাবে বিভিন্ন বার্তা পৌচ্ছে দিচ্ছেন ভক্ত ও দেশবাসীর কাছে। করোনা সচেতনতায় এরইমধ্যে অনেক শিল্পী গেয়েছেন গান। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছেন সঙ্গীতশিল্পী আগুন ও তার বোন শিল্পী রোমানা ইসলাম।
হোম কোয়ারেন্টিনে থেকেই ‘ভয় পেয়ো না ভয় করো না’ শিরোনামের একটি গানে কন্ঠ দিয়েছেন দুই ভাই বোন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আগুন নিজেই। গানটি প্রযোজনা করেছে ল্যাবএইড হাসপাতাল।
গানটি প্রসঙ্গে আগুন বলেন, পরিকল্পনা করেই কাজটি করেছি। বর্তমান সংকট নিয়ে গানের কথাগুলো সাজানো হয়েছে। গানটির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা পৌচ্ছে দিতে চেষ্টা করেছি।
দীর্ঘদিন পরে ভাই আগুনের সঙ্গে কণ্ঠ দিয়ে বেশ আনন্দিত কন্ঠশিল্পী বোন রোমানা ইসলামও। তিনি জানিয়েছেন, সবসময়ই ওর কাজ আমার ভালো লাগে। অনেকদিন পরে কাজ করলাম ভাই বোন মিলে। আশা করছি গানটি সবারই ভালো লাগবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।