Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরীয় নেতা কিমের সুস্থতা কামনা করেছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ২:১০ পিএম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে শুভেচ্ছা জানিয়ে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, তার সঙ্গে সুসম্পর্ক রয়েছে। তবে কিমের গুরুতর অসুস্থতার খবর সত্য কি না তা তিনি জানেন না। -ইয়ন, রয়টার্স

এদিকে গুরুতর অসুস্থতার মার্কিন রিপোর্টকে আমলে নিচ্ছে না দক্ষিণ কোরিয়া ও চীন।দক্ষিণ কোরিয়ান এবং চীনা কর্মকর্তারাও মার্কিন গোয়েন্দা বিভাগের তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কার্ডিওভাসকুলার পদ্ধতির পর গুরুতর অসুস্থ, এমনকি হোয়াইট হাউস বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বলে ওই মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ব্লু হাউস থেকে বলেছে, ৩৬ বছর বয়সী কিম গুরুতর অসুস্থ এমন কোনো তথ্য উত্তর কোরিয়া থেকে পাওয়া যায়নি।
গত বুধবার উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ও কিমের দাদা কিম ইল সাং এর জন্মদিনের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত না থাকায় কিমকে নিয়ে সন্দেহ দানা বাধে। তার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা শুরু হয়। সপ্তাহখানেক আগে একটি সরকারি বৈঠকে তাকে শেষবার দেখা গিয়েছিলো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ