Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে ছাত্রলীগ নেতাকে গলা কেটে হত্যার চেষ্টা, আটক ৩

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ৮:৩০ পিএম

ফেনী সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে ইব্রাহিম খান শাকিল (১৯) নামের এক ওয়ার্ড ছাত্রলীগ নেতাকে জবাই করে হত্যার চেষ্টা চালায় নিজদলীয়রা। গতকাল রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আহত শাকিল স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নাজিরপুর গ্রামের নূর মিয়া হাজী বাড়ির মো: আবু ইউছুফের ছেলে।

 

আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের পুত্র স্থানীয় যুবলীগকর্মী মহিউদ্দিনের সাথে একই ইউনিয়নের বাসিন্দা উপজেলা যুবলীগ নেতা ওমর ফারুক হোসেন ও রুবেলের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। গতকাল সোলতানপুর ব্রীজের উপর দুই গ্রুপ ২০ থেকে ৩০ জন কর্মী নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এসময় ছাত্রলীগ নেতা ইব্র্রাহিম খান শাকিল ঘটনাস্থলে গিয়ে করোনা ভাইরাসের মধ্যে মহিউদ্দিন মহিমের গ্রুপকে শান্ত থাকতে এবং সংঘর্ষে লিপ্ত না হওয়ার অনুরোধ করেন। তখন একপর্যায়ে তার ক্ষিপ্ত হয়ে তাকে রুবেল গ্রুপের কর্মী সন্দেহ করে ধারালো টিপ চুরি দিয়ে মহিউদ্দিন ও বাবলুর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী জবাই করে হত্যার চেষ্টা চালায়। বাম হাতের রগ কেটে দেয়ার চেষ্টাও চালায় সন্ত্রাসীরা। পরে সে অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

এ ঘটনায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে সন্ধেহভাজন আনোয়ার হোসেন, মো: মুন্না ও রানা নামের তিনজনকে আটক করেছে। তবে আটককৃতরা স্থানীয় যুবলীগের স্বক্রিয় কর্মী বলে জানা গেছে।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। 

 

‡dbx‡Z QvÎjxM ‡bZv‡K RevB K‡i nZ¨vi ‡Póv,AvUK-3

‡dbx †Rjv msev``vZv:Ñ ‡dbx ‡mvbvMvRx Dc‡Rjvi bevecyi BDwbq‡bi bvwRicy‡i c~e© kÎæZvi ‡Ri a‡i Beªvwng Lvb kvwKj (19) bv‡gi GK IqvW© QvÎjxM ‡bZv‡K RevB K‡i nZ¨vi †Póv Pvjvq wbR`jxqiv| MZKvj ivZ 9 Uvi w`‡K G NUbv N‡U| AvnZ kvwKj ¯’vbxq IqvW© QvÎjx‡Mi mvaviY m¤úv`K I bvwRicyi MÖv‡gi b~i wgqv nvRx evwoi ‡gv: Avey BDQy‡di ‡Q‡j|

 

Avn‡Zi cwievi I ¯’vbxq m~‡Î Rvbv hvq, bevecyi BDwbqb cwil‡`i ‡Pqvig¨vb ‡`‡jvqvi ‡nv‡m‡bi cyÎ ¯’vbxq hyejxMKg©x gwnDwχbi mv‡_ GKB BDwbq‡bi evwm›`v Dc‡Rjv hyejxM †bZv Igi dviæK ‡nv‡mb I iæ‡e‡ji mv‡_ `xN©w`b hveZ we‡iva P‡j Avm‡Q| MZKvj ‡mvjZvbcyi eªx‡Ri Dci `yB MÖæc 20 †_‡K 30 Rb Kg©x wb‡q gy‡LvgywL Ae¯’vb ‡bq| Gmgq QvÎjxM ‡bZv Beªªvwng Lvb kvwKj NUbv¯’‡j wM‡q K‡ivbv fvBiv‡mi g‡a¨ gwnDwÏb gwn‡gi MÖæc‡K kvšÍ _vK‡Z Ges msN‡l© wjß bv nIqvi Aby‡iva K‡ib| ZLb GKch©v‡q Zvi w¶ß n‡q Zv‡K iæ‡ej MÖæ‡ci Kg©x m‡›`n K‡i aviv‡jv wUc Pywi w`‡q gwnDwÏb I evejyi ‡bZ…‡Z¡ 15 †_‡K 20 Rb mš¿vmx RevB K‡i nZ¨vi ‡Póv Pvjvq| evg nv‡Zi iM ‡K‡U ‡`qvi ‡PóvI Pvjvq mš¿vmxiv| c‡i ‡m A‡PZb n‡q co‡j ¯’vbxqiv Zv‡K D×vi K‡i ‡mvbvMvRx Dc‡Rjv ¯^v¯’¨ Kg‡cø‡· wb‡q fwZ© K‡i|

G NUbvq iv‡ZB cywjk Awfhvb Pvwj‡q m‡ÜnfvRb Av‡bvqvi ‡nv‡mb, ‡gv: gybœv I ivbv bv‡gi wZbRb‡K AvUK K‡i‡Q| Z‡e AvUKK…Ziv ¯’vbxq hyejx‡Mi ¯^wµq Kg©x e‡j Rvbv ‡M‡Q|

G wel‡q ‡mvbvMvRx g‡Wj _vbvi Iwm gCb DwÏb NUbvi mZ¨Zv wbwðZ K‡i e‡jb, AvwacZ¨ we¯Ívi‡K †K›`ª K‡i G NUbv N‡U‡Q e‡j cywjk cÖv_wgK fv‡e avibv Ki‡Qb| G NUbvq wZbRb‡K AvUK Kiv n‡q‡Q|                                                                                                                       

 

‡gv: Igi dviæK

‡dbx|

‡gvevBj-01711-341235

Zvs-21.04.2020Bs

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যার চেষ্টা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ