Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি কখনো নায়ক নির্ভর ছিলাম না -পপি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

শাকিবরে আজকের শাকিব হয়ে ওঠার পেছনে আমারও অবদান রয়েছে। একদিন নৃত্যপরিচালক আজিজ রেজা ভাই শাকিবকে নিয়ে আমার বাসায় আসেন। আমার সিনেমায় তাকে নিতে অনুরোধ করেন। আমি আপত্তি করিনি। তবে প্রযোজক তাকে নিতে চাচ্ছিলেন না। তখন নিজে দায়িত্ব নিয়ে ‘দুজন দুজনার’ সিনেমায় তাকে নিই। এ জন্য আমার পারিশ্রমিকও কম নিতে হয়েছিল। আমি যখন সাত লাখ টাকা নিয়েছি, শাকিব তখন ১৫ হাজার টাকা পারিশ্রমিক পেত। আমার অনুরোধে ওর পারিশ্রমিক বেড়েছে। আমার প্রত্যেকটা প্রোডাকশনে আমি বলার পর ওকে নেয়া হয়েছে। সবগুলো সিনেমার জন্য আমাকে বন্ড স্বাক্ষর দিতে হয়েছে। এই সিনেমাগুলো হিট হওয়ার পরই শাকিব খান আজকের পর্যায়ে এসেছে। কথাগুলো বলেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী পপি। সময়ের পরিক্রমায় পরবর্তীতে শাকিবের সাথে আর জুটি হয়ে অভিনয় করা হয়নি পপির। এ ব্যাপাররে পপি বলেন, ‘তখন শাকিবের সঙ্গে অপুর প্রেম, বিয়ের কারণে আর হয়ে ওঠেনি। তা ছাড়া তখন ও একটা ব্লকে কাজ করেছে। আমরা যে যার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থেকেছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি কখনো নায়ক নির্ভর ছিলাম না। আমাদের দেশে অনেক শিল্পী আছেন যারা জুটি হিসেবে কাজ করেছেন। এক সময় কেউ কাজ ছেড়ে দিলে বা জুটি ভেঙে গেলে তাদের তখন সমস্যা হয়েছে। আমি একমাত্র হিরোইন যে, কোনো নায়কের সঙ্গে জুটি বেঁধে কাজ করার চেষ্টা করিনি। আমি কখনো অন্য হিরোর উপর নির্ভর করিনি।



 

Show all comments
  • Maulana Aziz Mia ২২ এপ্রিল, ২০২০, ২:২৪ পিএম says : 0
    পপির সাথে আমি একমত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পপি

২৩ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ