নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনাভাইরাসের প্রকোপে খেলা বন্ধ থাকায় আর্থিক সঙ্কটে পড়ার শঙ্কায় আছে ক্লাবগুলো। কঠিন সময়ে ক্লাবের পাশে দাঁড়াতে বেতন কম নিতে রাজি হয়েছে আর্সেনালের মূল দলের ফুটবলার ও প্রধান কোচ মিকেল আর্তেতা। প্রিমিয়ার লিগের ক্লাবটি জানিয়েছে, বাৎসরিক বেতনের ১২.৫ শতাংশ কম নেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে তারা। ক্লাবের মূল কোচিং স্টাফের সদস্যরাও আছেন এই চুক্তির আওতায়। তবে ক্লাবের মোট আয়ের নির্দিষ্ট লক্ষ্য পূরণ হলে কেটে নেওয়া অর্থ পরে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে আর্সেনাল। দুর্যোগের এই সময়ে ঐক্যবদ্ধ হয়ে ক্লাবের পাশে থাকায় খেলোয়াড় ও স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
প্রিমিয়ার লিগের ক্লাব ওয়াটফোর্ড, সাউথ্যাম্পটন ও ওয়েস্ট হ্যামও তাদের মূল দলের খেলোয়াড় ও কোচদের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে অনেক ক্লাব এবং খেলোয়াড়দের মধ্যে দর-কষাকষিও হচ্ছে। তবে এর মধ্যেই অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ইতালিয়ান ক্লাব এএস রোমার কোচ ও খেলোয়াড়রা। স্বেচ্ছায় আগামী চার মাস বেতনের এক টাকাও না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
অন্যান্য ক্লাবের মতো নন-প্লেয়িং স্টাফদের বেতন-ভাতা দিতে নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে রোমার কোচ- খেলোয়াড়রা। খেলা বন্ধ হওয়ার পর আর্থিক ভারসাম্য রক্ষা করতে নন-প্লেয়িং স্টাফদের বেতন ইতালিয়ান সরকারের সেফটি স্কিমের মাধ্যমে দেওয়া হচ্ছিল। তবে খেলোয়াড়দের বেতন ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কারণে সরকারী সহায়তা ছাড়াই বেতন পরিশোধ করতে পারবে ক্লাবটি।
এর আগে সিরি আয় চার মাসের বেতন ছাড় দিয়েছে জায়ান্ট ক্লাব জুভেন্টাসের খেলোয়াড়-কোচরাও। এছাড়া ক্যালিয়ারি এবং পার্মার খেলোয়াড়রাও বেতনের নির্দিষ্ট অংশ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
করোনাভাইরাসের কারণে গত ৯ মার্চ থেকে বন্ধ রয়েছে সিরি আ। ইতালির বর্তমান পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও মৌসুম পুনরায় কবে শুরু হবে তা এখনও অনিশ্চিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।