Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলেই গেলেন ইমরুলের বাবা

স্বপরিবারে কোয়ারেন্টিনে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২০, ৬:২৮ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার ইমরুল কায়েস এর পিতা মোঃ বানি আমিন গতকাল রোববার রাত ৯ টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বেশ কিছুদিন আগে তিনি নিজ জেলা মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকায় তাঁর শারীরিক পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি। ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছিল দীর্ঘদিন। এদিন সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ও দুই সন্তান সহ আত্মীয় স্বজন এবং অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

আজ সকালে ঢাকা থেকে তার লাশ মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের বাড়িতে পৌঁছায়। সকাল সাড়ে ১০টায় তার নিজ বাড়ির সামনে জানাজা অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে আগেই জনসমাগম নিষিদ্ধ ঘোষণাা করা হয়েছিলো। তাই শুধুমাত্র পরিবারের সদস্যরা জানাজায় অংশ নেন।

জানাজায় ইমরুল তার বাবার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। দেশের দুর্যোগ মুহূর্তে সবাইকে নিয়ে জানাজা করতে না পারায় সবার কাছ থেকে ক্ষমা চেয়েছেন তিনি। পরে ড়ুামের কবরস্থানে বানি-আমিনের লাশ দাফন করা হয়। এর পর থেকে প্রশাসনের অনুরোধ ও দায়বদ্ধতা থেকেই স্বপরিবারে হোম কোয়ারেন্টিনে আছেন জাতীয় দলের তারকা এই ওপেনার।

বানি আমিন এর মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)সহ গভীর শোক প্রকাশ করছে বিভিন্ন ক্লাব, সংগঠন ও ইমরুলের সতীর্থরা। সেই সাথে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ ক্রিকেট

১০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ