Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শরীরে জীবাণুনাশক ছিটানো ক্ষতিকর : স্বাস্থ্য অধিদপ্তর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ৭:১১ পিএম

জীবাণুনাশক সরাসরি মানবদেহে ছিটানোর ক্ষতির ব্যাপারে সতর্ক করে এ ধরনের কাজ বন্ধ করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় ‘জীবাণুনাশক টানেল’ স্থাপনের উদ্যোগের খবর গণমাধ্যমে আসার পরিপ্রেক্ষিতে সব জেলায় সিভিল সার্জনদের উদ্দেশে পাঠানো চিঠিতে রোববার (১৯ এপ্রিল) এই নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, সরাসরি মানবদেহে জীবাণুনাশক ছিটানোর কথা গণমাধ্যমে ছবিসহ আসছে। এখানে জীবাণুনাশক হিসেবে ব্লিচিং পাউডার দ্রবণ ব্যবহার করা হচ্ছে। এই দ্রবণ মানুষের চোখ, মুখসহ বাইরের অঙ্গের ক্ষতি করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী এই কাজ বিধিবদ্ধ নয়।

জীবাণুনাশকের এমন ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন