Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ঈশ্বরদীতে একশো বত্রিশ কেভি বিদ্যুৎ লাইনের পুলে উঠে আত্মহত্যার চেষ্টা

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ৫:২৪ পিএম

ঈশ্বরদীর জয়নগরে একশো বত্রিশ কেভি সচল বিদ্যুৎ লাইনের পুলে উঠে আত্মহত্যার চেষ্টা করেছে আশিকুর রহমান (২০) নামের এক যুবক। তবে পুলিশ, বিদ্যুৎ বিভাগ, ফায়ারসার্ভিস ও স্হানীয় লোকজনের প্রানপন প্রচেষ্টায় ঐ যুবকের হীন চেষ্টা ব্যার্থ হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাত ১০ টার দিকে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, জয়নগরের নূর নবী মৃধার ছেলে আশিক তার ব্যাবহ্রত প্যান্ট ছিঁড়ে যাওয়ায় পরিবারের কাছে নতুন দুইটি প্যান্ট কিনে দেবার দাবী করে কিন্তু তার বাবাসহ পরিবারের কেউ দাবী পুরুন নাকরায় ক্ষোভে সে আত্মহুতির কুপথ বেছে নেয়।
এঘটনা জানাজানির পর পুলিশ পিজিসিবি তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করে অনেক বুঝিয়ে প্রায় ৬৩ ফুট উচুঁ থেকে তাকে নীচে নামাতে সক্ষম হয়। সেইসাথে প্রায় এক ঘন্টার শ্বাসরুদ্ধকর নাটকিয় ঘটনার অবসান ঘটে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, পিজিসিবির নির্বাহী প্রকৌশলী এনায়েত হোসেন ও নেসকোর নির্বাহী প্রকৌশলী হাসিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এঘটনায় বিদ্যুৎ সরবরাহে কোন ব্যাঘাত ঘটেনি।
পরে লোকজনের অনুরোধে আশিককে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে বলে ঈশ্বরদী থানার এএস আই নাসিরুল জানিয়েছেন।
আকস্মিক এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়লেও প্রায় এক ঘন্টার মাথায় তার অবষান হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যার চেষ্টা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ