Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে ত্রাণের দাবীতে গনজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ৮:৪৪ পিএম

করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া শতশত দুস্থ নারীপুরুষ আজকে বিকেলে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মসজিদ মোড়ে গনজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন করে।

বিক্ষোভ প্রদর্শনকারী ঐ এলাকার মানুষের অভিযোগ তারা এখনো পর্যন্ত সরকারি কোন ত্রাণ সামগ্রী পায়নি ফলে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
অবিলম্বে ত্রাণ সামগ্রী প্রদানের দাবী জানান বিক্ষোভ প্রদর্শনকারী উপস্থিত জনসাধারণ।

এ ব্যাপারে সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, চাহিদার তুলনায় প্রাপ্ত ত্রাণ সামগ্রী একেবারেই অপ্রতুল। যা পাওয়া গেছে তা অপেক্ষাকৃত দুঃস্হদের মধ্যে সুষ্ঠভাবে বিতরণ করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ