মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী ভারতে এ মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১৩ হাজার ৩৮৭ জন। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টাতেই আক্রান্ত হিসাবে ধরা পড়েছেন এক হাজারেরও বেশি মানুষ।
ওই রোগ দেশটিতে প্রাণ কেড়েছে মোট ৪৩৭ জনের। তবে একটি অভ্যন্তরীণ সরকারি মূল্যায়ণ সপ্তাহেই দেশে করোনা সংক্রমিতের সংখ্যা তুলনামূলক
ভাবে সবচেয়ে বেশি হবে।
তবে তারপরেই ধীরে ধীরে সেই সংক্রমণ কমবে বলেও আশা রাখছেন বিশেষজ্ঞরা।
তবে এটাও ঠিক যে, যত বেশি করে দেশে করোনা সংক্রমিতের সন্ধান মিলছে, ঠিক ততটাই দ্রুতহারে অনেকেই এই রোগের সাথে লড়াই করে জীবনযুদ্ধে জিতছেন। পরিসংখ্যান বলছে, ওই মারাত্মক রোগের সাথে লড়াই করে সাফল্য পাওয়ার হার শুক্রবার বেড়ে ১৩.০৬-এ দাঁড়িয়েছে, যেখানে এই পরিসংখ্যান বৃহস্পতিবার ছিল ১২.০২ এবং বুধবার ছিল আরো কম ১১.৪১। ফলে সংক্রমিত মানুষজনের সন্ধান বেশি করে মিললেও ক্রমশই এই ভাইরাসের সাথে যুঝে সাফল্য পাওয়ার পথেই হাঁটছে ভারত। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।