Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রেও বিনা চিকিৎসায় প্রায় ৪০০০ করোনা রোগীর মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ৫:৪৭ পিএম

বিশ্ব পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রেও করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩ হাজার ৭৮৫ জন মানুষ বিনা চিকিৎসায় মারা গেছেন। গত ১৪ এপ্রিল এ ভয়াবহ তথ্য প্রকাশ করেছে নিউইয়র্ক সিটির হেলথ ডিপার্টমেন্ট।

আমেরিকার ৫০টি স্টেটের মানুষই আজ কোভিড-১৯ এ আক্রান্ত। গত কয়েক মাস ধরে করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে তাণ্ডব চালালেও প্রায় এক মাস ধরে ভয়ঙ্কর রূপ নিয়েছে আমেরিকায়। প্রাণঘাতী এ ভাইরাসে মহাশক্তিধর দেশ আমেরিকার জনজীবন আজ বিপর্যস্ত। এই মহামারির আঘাতে পুরো আমেরিকার মানুষ গৃহবন্দি হয়ে পড়েছে।
আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৬ লাখ ৭৭ হাজার ৫৭০ জন, মারা গেছেন প্রায় ৩৪ হাজার ৬১৭ জন, অন্যদিকে ৫০টি স্টেটের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কে। এখানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ১৯৮ জনের বেশি মানুষ। প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ১৬ হাজার ১০৬ জন।

নিউইয়র্কে করোনা এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, কোনও হাসপাতালেই বেড খালি নেইা। আক্রান্ত মানুষের স্রোত নিয়ন্ত্রণে বিভিন্ন হোটেল বিখ্যাত সব অডিটোরিয়াম স্টেডিয়াম, এমন কি জাহাজকেও হাসপাতালে পরিণত করা হয়েছে। পরিস্থতি মোকাবিলায় বিভিন্ন স্টেট থেকে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী আনতে হয়েছে। সর্বোপরি সেনাবাহিনী চিকিৎসক দল মাঠে নামাতে হয়েছে।

এতো মানুষ আক্রান্ত হয়েছে যে, অনেকেরই হাসপাতালে জায়গা হয়নি। সেই সাথে চরম অভাব সৃষ্টি হয়েছে বিভিন্ন মেডিকেল সরাঞ্জামের। এ সময় সবচেয়ে বেশি এবং অমানবিক কষ্ট স্বীকার করতে হয়েছে ডাক্তার, নার্স, পুলিশ, এ্যাম্বুলেন্স কর্মী, ফায়ার সার্ভিসের লোকজনের। তারা এখনও মানবেতর জীবনযাপন করছেন।
নিউইয়র্ক সাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ৪ হাজার মানুষ বিনা চিকিৎসায় মারা গেছে। এদের মধ্যে অনেকেই নিজের বাসায়, কেউবা নার্সিং হোমে, আবার কেউবা হাসপাতালের ইমার্জেন্সিতে।



 

Show all comments
  • এক পথিক ১৭ এপ্রিল, ২০২০, ৬:৩০ পিএম says : 0
    এতো মাত্র শুরু; গত একশো বছরে এ দেশটি দুনিয়াতে যত নিরীহ লোক মেরেছে তাদের বিভিন্ন প্রকারের মারণাস্ত্র দিয়ে, সে তুলনায় মহান আল্লাহ এখনো তাদের তেমন একটা কিছু করেননি । তবে ঝড় এলে কিছু নিরীহ লোকও অসুবিধায় পড়ে; কোরোনাতে আক্রান্ত মৃতদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য; তাদের জন্য দুঃখ হয় ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ