বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিটি ময়র আ জ ম নাছির উদ্দীনের ব্যক্তিগত তহবিল থেকে ২৫০ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার নগরীর দারুল ফজল মার্কেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় তিনি এসব শুভেচ্ছা উপহার তাদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, মরণঘাতী করোনার প্রভাবে দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধের সময়ের মতো সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আপদকালীন সময়ে সরকারী ত্রাণ সামগ্রী অভুক্তদের ঘরে ঘরে দ্রুত পৌঁছে যায় সে ব্যাপারে ত্রাণব্যবস্থাপনার সাথে সম্পৃক্তদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান মেয়র।
এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বিএম আজাদ। এছাড়া মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বক্তব্য রাখেন।
পরে সিটি মেয়র ও বিভাগীয় কমিশনার নগরভনে রক্ষিত সরকারী ত্রাণ সামগ্রী বিতরণের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন। এসময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, তত্ত্বাবধায়কপ্রকৌশলী সুদীপ বসাক উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।