মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবেলায় এক ৮ বছর বয়সী কাশ্মীরি বালক তার পিগি ব্যাঙ্ক দান করেছেন।
পৃথিবীর ভূস্বর্গ খ্যাত জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় জেলা কমিশনারের অফিসে গিয়ে মালিক উবেদ নামের ওই বালক তার সবুজ রঙের পিগি ব্যাঙ্ক তুলে দেয় কর্তৃপক্ষের হাতে। জম্মু ও কাশ্মীরের তথ্য ও জনসংযোগ দফতরের টুইটার আইডিতে পোস্ট করে জানানো হয় এ তথ্য।– এনডিটিভি, টুইটার
চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছেলেটি যখন কমিশনারের ঘরে যায়, তখন সবাই চমকে যান।সেখানে গিয়ে নিজের পিগি ব্যাঙ্ক জমা দেয় বালকটি। তার ছবিও পোস্ট করা হয়েছে দফতরের টুইটার আইডিতে। ছবিতে দেখা যাচ্ছে আট বছরের মালিক উবেদ তার পিগি ব্যাঙ্ক তুলে দিচ্ছে কর্তৃপক্ষের হাতে।
মালিক উবেদের ছবিটি শেয়ার করার পাশাপাশি টুইটারের পোস্টে লেখা হয়, ‘এই ৮ বছরের ছেলেটি, নৌপাড়ার মালিক উবেদ, চতুর্থ শ্রেণির ছাত্র, সে ডিসি বান্দিপোরা অফিসে গিয়েছিল তার পিগি ব্যাঙ্ক দান করতে। বালকটি তার পিগি ব্যাঙ্কটি ডেপুটি কমিশনারের হাতে তুলে দেয় এবং সমস্ত অর্থ কোভিড-১৯-এর মোকাবেলায় দান করে। টুইট করার সঙ্গে সঙ্গে বিষয়টি ব্যাপক সারা ফেলে। হাজার হাজার লাইক ও অসংখ্য কমেন্ট পড়েছে এই টুইটে। ছোট্ট ছেলে ও তার দয়ার্দ্র মনের প্রশংসা করছেন সবাই।
এমাসের শুরুর দিকে মিজোরামের ৭ বছরের একটি বালকও তার সমস্ত সঞ্চয় দান করেছিলেন কোভিড-১৯ মোকাবেলায়। পাশাপাশি লকডাউনে আটকে পড়া দরিদ্র মানুষদের মুখে খাবারও তুলে দেয় বালকটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।