মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহামারি করোনাভাইরাসের মধ্যে দিল্লির নিজামুদ্দিন মারকাজে জমায়েতের জন্য অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অভিযোগে তাবলীগ জামাতের একাংশের শীর্ষ নেতা মাওলানা সাদ কান্ধলভির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।
গত মাসের মাঝামাঝিতে ওই জমায়েত অনুষ্ঠানের বিষয়টি প্রকাশিত হয়। এর পর তাতে অংশ নেওয়া ইন্দোনেশিয়া, মালয়শিয়া ও বাংলাদেশসহ বিশ্বের কয়েক হাজার অনুসারীকে কোয়ারেন্টিনে নেয় সংশ্লিষ্ট দেশগুলো। একই সঙ্গে বিশ্ব তাবলিগ জামাতের সদর দপ্তরটিও বন্ধ করে দেওয়া হয়।
পুলিশের এক মুখপাত্র জানান, সাদ কান্ধলভির বিরুদ্ধে প্রথমে জমায়েতের ওপর দেওয়া নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। তবে এখন তার বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যু সংঘটনের অভিযোগও যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, ‘তাবলিগ প্রধানের বিরুদ্ধে দিল্লি পুলিশ একটি এজাহার দায়ের করেছিল। এখন তাতে দন্ডবিধির ৩০৪ ধারা যুক্ত করা হয়েছে।’
এই ধারা অনুযায়ী, মৃত্যুর কারণ হতে পারে বা এমন শারীরিক ক্ষতি যা মৃত্যুর কারণ ঘটাতে পারে, কেউ এমন কোনো কাজ সংঘটিত করলে হত্যা বা ক্ষতির উদ্দেশ্য না থাকলেও দায়ী ব্যক্তির সর্বোচ্চ ১০ বছরের কারাদন্ড হতে পারে।
নতুন অভিযোগের বিষয়ে নিশ্চিত নন জানিয়ে তাবলিগ জামাতের মুখপাত্র মুজিবুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ভারত সরকারের ভাষ্য মতে, গত মাসের শুরুর দিকে প্রায় তিন হাজার করোনা আক্রান্তের মধ্যে এক তৃতীয়াংশই তাবলিগের ওই জমায়েতে ছিলেন বা সেখানে অংশ নেওয়া কারো সংস্পর্শে এসেছিলেন। বৃহস্পতিবার পর্যন্ত ভারতে করোনাভাইরাসে মোট ১২ হাজার ৩৮০ জন আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে মারা গেছেন ৪১৪ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।