মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকা করোনাভাইরাসের কাছে আত্মসমর্পণ করে মুখ থুবরে পড়ছে। প্রতিদিনই নিজেদের মৃত্যের রেকর্ড নিজেরাই ভাংছে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, করোনার চরমতম অবস্থা পার করে ফেলেছে আমেরিকা। অথচ পরিসংখ্যান মোটেই সে তথ্য দিচ্ছে না। শেষ ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনায় মৃত প্রায় ৪৫০০-এর কাছাকাছি মানুষ। করোনা ভাইরাসের তাণ্ডবে বেসামাল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে মৃতের সংখ্যা ভয়ঙ্কর হারে বাড়ছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার বেড়েছে বলে জানা গেছে। যা এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যের বরাত দিয়ে এক সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে কভিড-১৯ এ নতুন মৃত্যু হয়েছে ৪,৪৯১ জনের, যা একদিনে সর্বোচ্চ। তাতে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২,৯১৭ জন! তবে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩৪ হাজার ৬১৭।
এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানিয়েছে, করোনায় যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। তবে সবশেষ ২৪ ঘণ্টার হিসেব তুলে ধরেনি তারা। একদিনে দেশটিতে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৬৯০ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার। করোনায় মৃত্যুর মিছিল বেশি নিউ ইয়র্কে। প্রদেশটিতে এরই মধ্যে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।
এদিকে, বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৭১ জন। ‘সম্ভাব্য’ নতুন মৃতের সংখ্যা জানানো হয় ৪,১৪১ জন।
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত উভয় সংখ্যাতেই শীর্ষে যুক্তরাষ্ট্র। এই হার কমার কোনও নমুনা দৃশ্যত না দেখা গেলেও চলমান লকডাউন ‘ধাপে ধাপে’ উঠিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।