Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অন্ধকার নেমে এসেছে আমেরিকায়, ২৪ ঘণ্টায় প্রায় ৫,০০০ মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ১২:৩৯ পিএম

পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকা করোনাভাইরাসের কাছে আত্মসমর্পণ করে মুখ থুবরে পড়ছে। প্রতিদিনই নিজেদের মৃত্যের রেকর্ড নিজেরাই ভাংছে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, করোনার চরমতম অবস্থা পার করে ফেলেছে আমেরিকা। অথচ পরিসংখ্যান মোটেই সে তথ্য দিচ্ছে না। শেষ ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনায় মৃত প্রায় ৪৫০০-এর কাছাকাছি মানুষ। করোনা ভাইরাসের তাণ্ডবে বেসামাল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে মৃতের সংখ্যা ভয়ঙ্কর হারে বাড়ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার বেড়েছে বলে জানা গেছে। যা এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যের বরাত দিয়ে এক সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে কভিড-১৯ এ নতুন মৃত্যু হয়েছে ৪,৪৯১ জনের, যা একদিনে সর্বোচ্চ। তাতে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২,৯১৭ জন! তবে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩৪ হাজার ৬১৭।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানিয়েছে, করোনায় যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। তবে সবশেষ ২৪ ঘণ্টার হিসেব তুলে ধরেনি তারা। একদিনে দেশটিতে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৬৯০ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার। করোনায় মৃত্যুর মিছিল বেশি নিউ ইয়র্কে। প্রদেশটিতে এরই মধ্যে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।

এদিকে, বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৭১ জন। ‘সম্ভাব্য’ নতুন মৃতের সংখ্যা জানানো হয় ৪,১৪১ জন।

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত উভয় সংখ্যাতেই শীর্ষে যুক্তরাষ্ট্র। এই হার কমার কোনও নমুনা দৃশ্যত না দেখা গেলেও চলমান লকডাউন ‘ধাপে ধাপে’ উঠিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প



 

Show all comments
  • Md Rahamoth ali ১৭ এপ্রিল, ২০২০, ১:৫৯ পিএম says : 0
    এই আমেরিকা যখন মুসলমানদের মারত নির্বিচারে তখন তারা উল্লাস করত শন্ত্রাস বলে ৷পৃথিবীর বুকে তারা কি না করছে, শত শত প্রযুক্তি ব্যবহার করছে,কিন্তু এই করোনা ভাইরাসের তাদের মোকাবেলা কয় গেছে তাদের যুদ্ধ বিমান মিসাইল নৌজাহাজ পারমানবিক অস্ত্র ৷ এই গুলো দিয়ে কৌটি কৌটি মুসলিমকে হত্যা করেছে ৷ মুসলমানদের চোখের পানি এখনও মুছিনি ৷ তাদের চোখের পানি এই করোনা ভাইরাস ৷
    Total Reply(2) Reply
    • ling ১৭ এপ্রিল, ২০২০, ৪:৫৯ পিএম says : 0
      Best comment.
    • ling ১৭ এপ্রিল, ২০২০, ৫:০০ পিএম says : 0
      একদম ঠিক বলসেন।
  • মোঃখলিলুর রহমান ১৭ এপ্রিল, ২০২০, ৩:০২ পিএম says : 0
    আমেরিকা সবসময়ই মানুষ মারবার যন্ত্রপাতি ও লোকবল তৈরি করেছেন, মানুষ বাচানোর জন্যে যন্ত্রপাতি ও লোক বল তৈরি করেন নি, তাই আজকে তারা খেসারত দিচ্ছে।
    Total Reply(0) Reply
  • md.mahabub hossain ১৭ এপ্রিল, ২০২০, ৩:১৩ পিএম says : 0
    I THINK THIS THEY SHOULD UNDERSTAND THAT GOD SLOW TO JUDGE.
    Total Reply(0) Reply
  • md.mahabub hossain ১৭ এপ্রিল, ২০২০, ৩:১৪ পিএম says : 0
    I THINK THIS THEY SHOULD UNDERSTAND THAT GOD SLOW TO JUDGE.
    Total Reply(0) Reply
  • rajib khan ১৭ এপ্রিল, ২০২০, ৮:৩৭ পিএম says : 0
    এই আমেরিকাই ১৯৮৬ সালের দিকে corona vairus এর formula আবিস্কার করে, সাদ্দাম ও মুসলিম দেশ গুলোকে জিবানু দিয়ে মারার জন্য। পরে এই ফরমুলা চায়না কিনে নেয়ে আর যা আজ সারা বিশ্ব ও আমেরিকা ক্ষতির মুখে। পরের জন্য কুয়া করতে গিয়ে নিজেরাই নিজেদের কুয়াতে পরেছে।
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ১৭ এপ্রিল, ২০২০, ১০:২১ পিএম says : 0
    করোনাভাইরাস শক্তিধর রাষ্ট্রই হউক আর দুর্বল রাষ্ট্রই হউক না কেন এই ভাইরাস ভদ্র হলেও ধরলে তাঁকে ধফা রফা করে ছাড়ছে এটা এই রোগের প্রতিফলন আমরা কয়মাস ধরে দেখে আসছি। এখন এই রোগের উৎপত্তি হয়েছে চীন থেকে সেখানে কয়জন মরেছে সেটা দেখার বিষয় নয়। দেখতে হবে চীনে এই রোগের উৎপত্তির কারন কি ছিল এবং সেটা যে কারনে সৃষ্টী হয়েছে সেই কারণটা ক্ষমা যোগ্য কিনা। আমি শুনেছি এটা চীনে বাদুর থেকে সংক্রামিত হয়েছে এর অর্থ দাঁড়ায় চীনের নাগরিক কেহ অবশ্যই এই বাদুর খেয়েছে যার কারনে বাদুর থেকে কোভিড-১৯ মানে করোনাভাইরাস তাঁর শরীরে সংক্রামিত হয়েছে। যদি তাই হয় তাহলে বাদুর খাওয়াটা কখনও বৈধ নয় ফলে এটা চীনের নাগরিক অন্যায় করেছে। কাজেই এর সাজা অবশ্যই চীনকে পেতে হবে। আমি মনে করি এখন পৃথিবীর শক্তিধর রাষ্ট্র আমেরিকা ও তাঁর প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্যই বিশ্বের একজন শক্তিধর রাষ্ট্র নায়ক এটা তিনি তাঁর কথা বার্তা চাল চলন ও কর্মে বুঝিয়ে দিচ্ছেন। বিশেষ করে ট্রাম্প সাহেব মুসলমানদের উপর খড়গ হস্ত হয়ে ইসরাইলকে সহযোগিতা করছেন মুসলমানদের বারটা বাজানোর জন্যে। মধ্যপ্রাচ্যে ট্রাম্প সাহেব একের পর এক যুদ্ধের দামামা বাজিয়েই চলছেন মোসলমানদের মধ্যেই যুদ্ধ লাগিয়ে মুসলমানদেরকেই বদ করে চলছেন। এখন আমি বলতে চাই এই মুসলমানরা আমেরিকার চেয়ে ক্ষমতা বা শক্তিতে দুর্বল হওয়ার কারনে কুবকাত হচ্ছে আর ট্রাম্প বাবু বোগল বাজাচ্ছেন। এখন চীনের লোকজন যেভাবে করোনাভাইরাস ছড়িয়ে আমেরিকা সহ তাঁর সহযোগী রাষ্ট্র ইউরোপের বারটা বাজিয়েছে এর বিচার তিনি কি করেন এটা এখন দেখার বিষয়। চীন আবশ্যই মুসলমান দেশগুলোর মত দুর্বল রাষ্ট্র নয় কাজেই ট্রাম্প সাহেব চীনকে কিছু করতে পারবে কিনা এটা অবশ্যই প্রশ্নের বিষয়??? আল্লাহ্‌ আমাকে সহ আমাদের সবাইকে সতর্কতার সাথে চলার ও বসবাস করার ক্ষমতা দান করুন। যাতে করে আমি সহ সবাই এই কোভিড-১৯ রোগ বা করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে পারি এটাই মহান আল্লাহ্‌র দরবারে মোনাজাত। আমিন
    Total Reply(0) Reply
  • Suhel ১৮ এপ্রিল, ২০২০, ২:২৭ এএম says : 0
    বাংলাদেশের সময় অনুযায়ী না বলে আমেরিকার শময় অনুযায়ী বলেন তাহলে একদিনে এত জনের মৃত্যুর ঘটনা ঘটেনি আমেরিকায়। আমেরিকায় রাত ৯টা থেকে পর দিন রাত ৯টা পর্যন্ত ক’রোনার হিসাব নিকাশ করা হয়। সেই অনুযায়ী ২১৭৪ জন মারা গেছে। আর সেটা আপনারা মিডিয়া ওয়ালা ৫০০০ পর্যন্ত নিয়ে যাচ্ছেন আর মানুষের মধ্যে আতংক সৃষ্টি করতেছেন।
    Total Reply(0) Reply
  • উদয় দেব ১৮ এপ্রিল, ২০২০, ১১:০২ এএম says : 1
    আপনারা যেভাবে মন্তব্য করতেছে করোনা ভাইরাস এ এই পর্যন্ত কোনো মুসলিম মরেছে বলে আমি শুনে নাই ভালো থেকো মুসলমান রা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ