Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আক্রান্ত পেন্টাগনের আরও ২৮৮৯ কর্মী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ১২:২৭ পিএম

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের আরও ২ হাজার ৮৮৯ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে দুই কর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে আগের দিনের তুলনায় এই সংখ্যা কিছুটা কম। প্রতিরক্ষা দফতরে এখন পর্যন্ত কমপক্ষে ৪ হাজার ৬৯৫ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে।

বিশ্বে ২১০টির বেশি দেশে আঘাত হেনেছে করোনাভাইরাস। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।

অপরদিকে, যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। তবে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিউইয়র্ক অঙ্গরাজ্যে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৫৮ হাজার ২৬৩। অপরদিকে মারা গেছে ৩২ হাজার ১৮৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২৯ হাজার ১১৪। অপরদিকে একদিনেই মারা গেছে ২ হাজার ২৪ জন।
এদিকে, সম্প্রতি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের এক নাবিক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে শারীরিক জটিলতায় গত সোমবার তার মৃৃত্যু হয়েছে।

গত ৩০ মার্চ তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। তবে এখনও পর্যন্ত ওই নাবিকের নাম বা তার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে ওই রণতরী থেকে গুয়ামে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আইসোলেশনে রাখা হয়েছিল। ওই নাবিকের সঙ্গে আরও চার নাবিক আইসোলেশনে ছিলেন।

গত ৯ এপ্রিল ওই নাবিকের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে স্থানীয় একটি হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ারে রাখা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত রুজভেল্ট রণতরীর ৫৮৫ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। প্রায় ৪ হাজার ক্রু সদস্যকে ওই রণতরী থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
থিওডোর রণতরী ছাড়াও ইউএসএস নিমিজ এবং ইউএসএস রোনাল্ড রিগ্যান নামে আরও দু'টি রণতরীর বেশ কয়েকজন নাবিকের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ১৭ এপ্রিল, ২০২০, ২:৪৪ পিএম says : 0
    করোনা ভাইরাস যুক্তরাষ্ট্রের অত‍্যাধনিক সামরিক সদর দপ্তরে হাজার হাজার পেন্টগনের শক্তিশালী মার্কিন সৈনিকদের অত‍্যাধনিক রাডার সিষ্টেম অকার্যকর করে দিয়েছেন। চৌদ্দ হাজার পারমানবিক বোমায় প্রচন্ড পরাশক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্রের একি করুন অবস্থা হলো এই অদৃশ্য শক্তি অতিক্ষুদ্র ভাইরাসই কাছে সম্পুন‍্য আর্থ সমর্থন পরাজয় পরাজিত বড় বড় পরাশক্তিরাসহ য়ারা কিনা প্রতিনিয়ত আল্লাহর জমিনে গর্ববোধ করতেন অহংকার করতেন সারাবিশ্ব শাসন করতেন। কথায় কথায় অত‍্যাধনিক মারনাস্ত্রের হামলার পর হামলা চালিকাশক্তি দিয়ে পৃথিবী কে নরক রাজ‍্য বানিয়েছিলেন। হাজার হাজার নিরঅপরাধ মানুষের জীবন নিয়েছেন নিচ্ছেন। বিশ্বের দুইশত কোটির অদিক মুসলিম রাষ্ট্র প্রধান তাদের ইশারায় কাজ করতে বাধ্য করতেন। কোথায় আজ ক্ষমতা?????। পৃথিবীর একমাত্র সার্বভৌমত্বের মালিক মহা মহাকৌশলী মহা পরাক্রমশালী মহান আল্লাহ্। ইহুদী কাফের গন আদিঅন্ত‍্য কাল থেকে আল্লাহর নবী(সাঃ) নবীদের মোজেজা দেখেও বিশ্বাস করতেন না। যাদু মন্ত্র বলতেন। এখনো বলছে বানর বা চীনের তৈরী জীবানু অস্ত্র ইত্যাদি ইত্যাদি। অবিশ্বাসীদের তাদের মনগড়া উত্তরে যদি প্রশ্ন করা ঐ সকল বানর চরিত্রের মানুষ গুলো কে। বানরের শরীর অদৃশ্য ভাইরাস সৃষ্টি কারী কে???। না বানর পেন্টাগনে চীনের পরমানু জীব বিজ্ঞানী নাকি। আল্লাহ্ ক্ষুদ্র ক্ষুদ্র বিপদ বালা মুসিবত জান মাল দিয়ে পরিক্ষা করেন। আল্লাহ্ মহান। জ্ঞানহীন নিকৃষ্ট গুনাগার মানুষ হিসাবে এইটুকু বুঝতে পারছি। আল্লাহ্ আমাদের তাওবা কবুল করুন আমাদের ক্ষমা করুন। ইসলামের পবিত্র ছায়া তলে থাকার তৌফিক দিন। আল্লাহ্ আপনি পকৃত হেফাজত কারী। বাংলাদেশের মানুষের প্রতি রহমত করুন। আমিন
    Total Reply(0) Reply
  • K.m. Eskender hossain ১৭ এপ্রিল, ২০২০, ৮:০৭ পিএম says : 0
    All right
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ