বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মায়ের সঙ্গে অভিমান করে পটুয়াখালীর বাউফলে তানিয়া আক্তার(১৬) নামে এক এস.এস.সি পরীক্ষার্থীনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার রাতে বাউফল ইউনিয়নের অলিপুরা গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তানিয়া অলিপুরা এনামুল হক মামুন মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহন করেছিল। নিহত তানিয়া ওই গ্রামের নূর হোসেন মৃধার মেয়ে।
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তানিয়ার বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে বুধবার রাতে মায়ের সঙ্গে কথাকাটাকাটি হয় তানিয়ার। এক পর্যায় তানিয়াকে মারধর করে তানিয়ার মা। এরপর রাতের খাবার না খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যায় । ঘরের সবাই ঘুমিয়ে পড়লে অভিমানে রাত ১২ টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় তানিয়া। পরে তানিয়ার মা মেয়েকে ভাত খেতে ডাকতে রুমে গেলে তানিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে ডাকচিৎকার শুরু করেন। তাঁর ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তানিয়াকে মৃত অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।