Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাত-পা বাঁধা যুবকের লাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১১:৫৩ এএম

গাজীপুরে একটি দোকানের ভেতর থেকে হাত-পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম কাউসার (১৯)। তিনি ওই দোকানের কর্মচারী ছিলেন। বৃহস্পতিবার গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজার এলাকার স্থানীয় মো: রিয়াজ উদ্দিন শেখের দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কাউসার ভোলার তজুমুদ্দিন থানার মলমসুরা গ্রামের মোকসেদ আলীর ছেলে।

দোকান মালিক রিয়াজ উদ্দিন জানান, কাউছার স্থানীয় নার্গিসের বাড়ি ভাড়া থাকে তার দোকানে কাজ করতো। দোকানের নিরাপত্তার স্বার্থে সে রাতে দোকানেই থাকতো। প্রতিদিনের মত বুধবারও সে দোকানে ছিল। বৃহস্পতিবার ভোরে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়বি। পরে দোকানে গেলে তার হাত-পা বাঁধা লাশ দেখতে পান। পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ