মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে অনুষ্ঠিত রয়টার্স/ইপসোসের একটি জরিপ অনুসারে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমেরিকানদের সমর্থন গত সপ্তাহে ৫ শতাংশ বেড়েছে। তবে নিবন্ধিত ভোটাররা এখনও প্রেসিডেন্ট পদের জন্য ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে সমর্থন করছেন।
সোম ও মঙ্গলবার পরিচালিত জরিপটিতে দেখা যায় যে, জনগণ করোনাভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে প্রার্থীদের মতামতকে অর্থনীতি, স্বাস্থ্যসেবা বা অভিবাসন সম্পর্কে কী বলছে তার চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে এবং বহু লোক মনে করছেন যে, বাইডেন বর্তমান সঙ্কটের মধ্য দিয়ে দেশকে পরিচালনার জন্য অপেক্ষাকৃত বেশি উপযুক্ত।
সামগ্রিকভাবে, যুক্তরাষ্ট্রে ৪৫ শতাংশ প্রাপ্তবয়স্করা বলছেন যে, তারা ট্রাম্পের কাজের দক্ষতাকে প্রাধান্য দিয়েছেন। জরিপের ৪৮ শতাংশ বলছেন, করোনা মহামারীতে ট্রাম্প যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন তারা। মতামতগুলো ট্রাম্পের পক্ষে গত সপ্তাহের থেকে ৫ এবং ৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
এদিকে নিবন্ধিত ভোটারদের ৪৫ শতাংশ বলছেন, তারা ৩ নভেম্বরের নির্বাচনে বাইডেনকে সমর্থন করবেন। ৪০ শতাংশ বলছেন তারা ট্রাম্পকে ভোট দেবেন। বাইডেন গত ৪ সপ্তাহ ধরে নিবন্ধিত ভোটারদের সমর্থনে ট্রাম্পের তুলনায় খানিকটা সুবিধাজনক অবস্থান ধরে রেখেছেন। করোনা মহামারী ঠেকাতে বাসগৃহে অবস্থান করতে বাধ্য করা বেশিরভাগ আমেরিকানের উপর জরিপটি পরিচালিত হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬ লাখেরও বেশি লোক করোনভাইরাসে সংক্রমিত হয়েছে এবং ২৫ হাজারের বেশি মৃত্যুবরণ করেছে।
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট প্রদানের সিদ্ধান্ত নেয়ার সময় তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী জানতে চাইলে ৩২ শতাংশ আমেরিকান বলেছেন যে, করোনাভাইরাস থেকে দেশকে পুনরুদ্ধারে প্রার্থীদের কর্মপরিকল্পনাটি সর্বাগ্রে বিবেচিত হবে।
অল্পসংখ্যক ব্যক্তি বলেছেন, অর্থনীতি (২১ শতাংশ), স্বাস্থ্যসেবা (১৩ শতাংশ) বা অভিবাসন (৫ শতাংশ) সম্পর্কে প্রার্থীর দৃষ্টিভঙ্গি সবচেয়ে গুরুত্বপূর্ণ। করোনা মহামারীর বিষয়ে ৫২ শতাংশ আমেরিকান বলছেন, তারা অনুভব করেছেন যে, বাইডেন করোনাভাইরাস নিয়ে কাজ করার জন্য বেশি উপযুক্ত। তবে ৪৮ শতাংশ বলেছেন যে, তারা মনে করেন, এ ক্ষেত্রে ট্রাম্পকে নির্বাচিত করাই ভাল হবে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ব্যবস্থার বিষয়ে ৫৭ শতাংশ আমেরিকান মনে করেন যে, বাইডেন আরো ভাল পরিচালক হবেন। তবে, ৪৩ শতাংশ বলেছেন, ট্রাম্পই ভাল করবেন। যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে পুনরুদ্ধারের প্রশ্নে ট্রাম্প ৫৩ শতাংশ এবং বাইডেন ৪৭ শতাংশ সমর্থন লাভ করেন।
রয়টার্স/ইপসোসের জরিপটি পুরো যুক্তরাষ্ট্রজুড়ে অনলাইনে ইংরেজিতে করা হয়। এটি ১ হাজার ১শ’ ১১ আমেরিকান প্রাপ্তবয়স্কদের কাছ থেকে প্রতিক্রিয়া সংগ্রহ করে। এর মধ্যে ৯শ’ ৩৭ জন নিবন্ধিত ভোটার। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।