Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরের শার্শায় আফিল জুট উইভিং মিলে অগ্নিকাণ্ড

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৮:৫০ পিএম

যশোরের শার্শায় আফিল জুট উইভিং মিলস লিমিটেডের মেশিন এরিয়ায় অগ্নিকাণ্ড ঘটে। বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগলে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে ফোন দিলে বেনাপোল ফায়ার স্টেশনের কর্মী বাহিনী প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

এ ঘটনায় বুধবার শার্শা থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে।

আফিল জুট উইভিং মিলস লিমিটেড কর্তৃপক্ষ জানান, আগুনের লেলিহান শিখায় মিলের ১টি রিং টুইস্ট মেশিন, ২২টি প্রিসিশন মেশিন, ২৫০ টি গ্যাস সিলিন্ডার, ৩০০ টি ববিন, ১টি বেলপ্রেস, প্রায় ১০ মেট্রিকটন সুতা, ১০০০ টি স্পুল ও লক্ষাধিক টাকার বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে ১ কোটি ৩ লাখ ৮৭ হাজার টাকার ক্ষতি হয়েছে।

আফিল জুট উইভিং মিলস লিমিটেডের ব্যবস্থাপক (উৎপাদন) কবির উজ্জামান বলেন, মেশিন এরিয়ায় সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ